কর ছাড় না দিলে ভারত থেকে সরে যেতে পারে ২০২১ চ্যাম্পিয়ন্স ট্রফি
Last Updated:
কর ছাড় না দিলে ভারত থেকে টুর্নামেন্ট অন্য দেশে সরিয়ে নেওয়ার বিষয় এখন চিন্তাভাবনা করছে আইসিসি ৷
#দুবাই: ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে নাও হতে পারে ৷ কর ছাড় না দিলে ভারত থেকে টুর্নামেন্ট অন্য দেশে সরিয়ে নেওয়ার বিষয় এখন চিন্তাভাবনা করছে আইসিসি ৷ এর জন্য বিকল্প ভেন্যু খোঁজ করার কাজও শুরু করে দিয়েছে আইসিসি ৷ ভারত সরকারকে টুর্নামেন্টের জন্য কর ছাড়ের অনুরোধ জানানো হয়েছে আইসিসি-র তরফে ৷
আইসিসি-র যুক্তি যে কোনও বড় টুর্নামেন্টে কর ছাড় দেওয়ারই নিয়ম থাকে ৷ বিশ্বের সব দেশই বড় টুর্নামেন্টের ক্ষেত্রে কর ছাড় দিয়ে থাকে ৷ তাই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মাপের টুর্নামেন্টে কর ছাড় দেওয়ারই অনুরোধ জানানো হয়েছে ভারত সরকারকে ৷ এখনও বিষয়টা আলোচনার স্তরেই রয়েছে ৷ যদি সরকারের পক্ষ থেকে কর ছাড় না দেওয়া হয়, তখন টুর্নামেন্ট অন্য কোথাওই সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে আইসিসি-র ৷ সমস্যার দ্রুত সমাধান না হলে প্রতিবেশী দেশ বাংলাদেশ বা শ্রীলঙ্কায় চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2018 11:56 PM IST