টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ভারতীয় মেয়েরা , স্বপ্ন দেখাচ্ছেন হরমনপ্রীত-মিতালিরা
Last Updated:
বিশ্বকাপের আরও কাছে ভারতের মেয়েরা ...
#প্রভিডেন্স: ফের এক সাত নম্বর জার্সিতে ভর দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ৷ এখনও গ্রুপ পর্বে আরও একটি ম্যাচ বাকি রয়েছে ভারতের ৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ৷ সেটা বাকি থাকতেই মিলে গেল শেষ চারের টিকিট ৷
এর আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ বিতে দু‘টি ম্যাচেই জিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করেছে স্মৃতি মন্ধানা, মিতালি রাজদের টিম ইন্ডিয়া ৷
শুক্রবার প্রভিডেন্সে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলায় টসে জেতে আয়ারল্যান্ড ৷ ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান তারা ৷ শুরুটা ধীরে হলেও মন্দ করেননি স্মৃতি ও প্রাক্তন অধিনায়ক ৷ স্মৃতি মান্ধানা ৩৩ রানে আউট হয়ে গেলেও প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ অর্ধ শতরান করেন ৷ মিতালি এদিন ৫৬ বলে ৫১ রান করেন ৷ ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করেন ভারতীয় মহিলারা ৷ যদিও রান পাননি অধিনায়ক হরমনপ্রীত কৌর ৷ তিনি মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফেরত যান ৷
advertisement
advertisement
ম্যাচ জিততে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য ১৪৬ রানের ৷ এদিকে এখনও অবধি টুর্নামেন্টে ছন্দে থাকার ইঙ্গিত দিচ্ছেন মিতালি ৷ পাকিস্তানের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্সের পর এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকালেন মিতালি ৷
এদিকে ধারভারে অনেকটা পিছিয়ে থাকা আয়ারল্যান্ড জয়ের লক্ষ্যে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ৷ আইরিশ বাহিনীর হয়ে সর্বোচ্চ রান জয়সি-র ৷ ৩৩ রান করেন তিনি ৷
advertisement
ভারতের হয়ে সফলতম বোলার রাধা যাদব ৷ তিন উইকেট নেন ভারতের অষ্টাদশী এই অর্থডোক্স বোলার ৷ এছাড়া দীপ্তি শর্মা ২ টি উইকেট নেন ৷ ২০ ওভারে ৮ উইকেটে ৯৮ রান তুলেই থমকে যায় আয়ারল্যান্ড ৷ অর্ধশতরানের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন মিতালি রাজ ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2018 11:55 PM IST