IND vs PAK: ভারত পাক ম্যাচ নিয়ে আহমেদাবাদে চলছে বিরাট ব্যবসা! খরচে নাকাল সাধারণ দর্শক
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
অনেক সমর্থকই টিকিট কেটে তার পর আমদাবাদে হোটেলের ব্যবস্থা করতে চাইছেন
আহমেদাবাদ: একদিনের ক্রিকেট বিশ্বকাপ কড়া নাড়ছে দোরগোড়ায়। সবচেয়ে আলোচিত ম্যাচ এবং হট কেক হিসেবে পরিচিত ভারত পাক লড়াই নিয়ে উত্তেজনা তুঙ্গে। সেটাই স্বাভাবিক। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে আহমেদাবাদের হোটেল মালিকরা যেভাবে ব্যবসা শুরু করেছেন তাতে নাজেহাল সাধারণ দর্শক। বিরাট লাভের ফাঁদ পাতা হয়েছে। মানুষের অস্বস্তি ক্রমশ বাড়ছে। সুযোগ বুঝে গলা কাটছেন হোটেল মালিক এবং ব্যবসাদাররা।
এমনকি হাসপাতালেও পয়সা নিয়ে থাকার ব্যবস্থা হয়েছে। আহমদাবাদে যে হোটেলের ভাড়া ছিল দৈনিক চার হাজার টাকা, সেটাই এখন ৬০ হাজারে পৌঁছে গিয়েছে। বিলাসবহুল হোটেল হলে খরচ আরও অনেক বেশি। কোনও কোনও হোটেলে দু’রাত্রি থাকার জন্য খরচ তিন লক্ষ টাকার বেশি। মুম্বইয়ের এক স্পোর্টস ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ বলেন, আমাদের ১৪ অক্টোবর আমদাবাদ যাওয়ার ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে।
advertisement
হোটেলও ভাড়া নেওয়া আছে। কিন্তু দিন বদল নিয়ে নানা ধরনের কথা শুরু হয়। আমরা সেই জন্য ১৩ অক্টোবরের টিকিটও কেটেছি। কিন্তু আমাদের হোটেল ১৪-১৫ তারিখের জন্য বুক করা ছিল। সেটা পাল্টে ১৩-১৪ করতে গিয়ে কয়েক গুণ বেশি টাকা খরচ করতে হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ ছিল ১৫ অক্টোবর। কিন্তু সেই দিন পরিবর্তন করা হয়।
advertisement
advertisement
Hotel rates in Ahmedabad skyrocket as the highly anticipated India-Pakistan World Cup match approaches. #iontrendz #india #ahmedabad #pakistan #hotel #price #rates #witness #worldcup #thrilling #accomodation #travel #budget #secure #reasonableprice #exciting #show #information pic.twitter.com/5yzVkYBPyj
— IonTrendz (@iontrendz) July 3, 2023
advertisement
গত বারের বিশ্বকাপে প্রায় এক বছর আগে টিকিট বিক্রি শুরু হয়েছিল। কিন্তু এই বছর এখনও পর্যন্ত টিকিট বিক্রি শুরু হয়নি। ২৫ অগস্ট থেকে শুরু হবে। অর্থাৎ বিশ্বকাপ শুরুর দু’মাস আগেও কোনও টিকিট হাতে পাননি সমর্থকেরা। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া যাবে ৩ সেপ্টেম্বর।
সেটাও শুধু অনলাইন টিকিট। যে টিকিট কেনার পর সমর্থকদের অপেক্ষা করতে হবে ছাপা টিকিট সংগ্রহ করার জন্য। অনেক সমর্থকই টিকিট কেটে তার পর আমদাবাদে হোটেলের ব্যবস্থা করতে চাইছেন। সময় যত যাবে, তত থাকার খরচ বাড়বে। বিমানের টিকিটের দামও বাড়বে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 11:05 AM IST