CWG 2018 : হকিতে এগিয়ে থেকেও পাকিস্তানের সঙ্গে ড্র ভারতের
Last Updated:
কমনওয়েলথ গেমস হকিতে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান । কমলওয়েলথ গেমসের তৃতীয় দিনে পুল-বি ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান
#গোল্ড কোস্ট: কমনওয়েলথ গেমস হকিতে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দী ভারত-পাকিস্তান । কমলওয়েলথ গেমসের তৃতীয় দিনে পুল-বি ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান । গোল্ডকোস্ট হকি সেন্টারে মুখোমুখি হয় দুই প্রতিবেশী দেশ । ভারতের জয় এক প্রকার নিশ্চিত ছিল ।
advertisement
ম্যাচ শেষ হওয়ার ঠিক ১০ মিনিট আগে পেনাল্টি কর্নারে গোল করে কোনও ক্রমে মান বাঁচায় পাকিস্তান । ম্যাচ ২-২ অমিমাংসিত ভাবে শেষ হয় । ভারতের হয়ে ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোলটি করেন দিলপ্রীত এবং ১৯ মিনিটের মাথায় গোল করেন হরমনপ্রীত । জবাবে পাকিস্তান ম্যাচের ৩৮ ও ৬০ মিনিটে যথাক্রমে গোল শোধ করে ইরফান জুনিয়র ও আলি মুবাশর । ভারতের সমর্থকেরা অধীর আগ্রহে বসে ছিল চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের সাথে ম্যাচ দেখার জন্য । মূলত এই ম্যাচ দিয়েই ভারত এবারের কমনওয়েলথের যাত্রা শুরু করে ।
advertisement
আরও পড়ুন : মালয়েশিয়াকে উড়িয়ে দিল ভারতীয় মহিলা হকি দল
এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে পুল-বি দল গুলি পাকিস্তান, মালয়েশিয়া, ওয়েলস, ইংল্যান্ড । ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনও খেলার ইতিহাস ও আকর্ষণ দুই আছে। এই ম্যাচ দু দলের ক্ষেত্রেই বিশেষ গুরুত্বপূর্ণ ছিল ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 07, 2018 4:06 PM IST