IND vs ENG: ‘উল্টো’ চালে দলকে ‘সোজা’ পথে আনার চেষ্টা! ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলে একসঙ্গে ৬ অলরাউন্ডার!

Last Updated:

IND vs ENG 4th Test: চতুর্থ টেস্টের আগে ভারতীয় শিবিরে চোট সমস্যা বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফিটনেস সমস্যায় ভুগছেন, যার ফলে টিম ম্যানেজমেন্ট ‘উল্টো’ চালে দলকে ‘সোজা’ পথে আনার চেষ্টায় নেমে পড়েছে।

News18
News18
চতুর্থ টেস্টের আগে ভারতীয় শিবিরে চোট সমস্যা বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফিটনেস সমস্যায় ভুগছেন, যার ফলে টিম ম্যানেজমেন্ট ‘উল্টো’ চালে দলকে ‘সোজা’ পথে আনার চেষ্টায় নেমে পড়েছে। ব্যাটিং অলরাউন্ডার নীতিশ রেড্ডির ছিটকে যাওয়া এবং ঋষভ পন্থের উইকেটকিপিং নিয়ে অনিশ্চয়তা দল গঠনের রণনীতিকে একেবারে বদলে দিয়েছে। ফলে একাদশে দেখা যেতে পারে এক অনন্য কম্বিনেশন, যেখানে ৬ জন অলরাউন্ডার খেলতে পারেন।
ঋষভ পন্তের কিপিং করার সম্ভাবনা এখন ৫০-৫০। কেএল রাহুলও কিপিং করতে অনীহা প্রকাশ করেছেন, যার ফলে ধ্রুব জুরেলকে প্রথম একাদশে নেওয়ার পরিকল্পনা চলছে। এই পরিস্থিতিতে করুণ নায়ারকে বাদ দিয়ে জুরেলকে তিন নম্বরে খেলানো হতে পারে। অর্থাৎ, একাদশে দেখা যেতে পারে তিনজন কিপার — রাহুল, পন্ত এবং জুরেল — যারা তিনজনই ব্যাট করতে সক্ষম, ফলে অলরাউন্ড ভূমিকা পালন করতে পারেন।
advertisement
চতুর্থ পেসার হিসেবে শার্দুল ঠাকুরের দলে ফেরা প্রায় নিশ্চিত, কারণ তিনি ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই কার্যকর। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর থাকছেন বাকি অলরাউন্ড অপশন হিসেবে। অলরাউন্ড শক্তি বাড়িয়ে দল ভারসাম্য রক্ষা করতে চাইছে, বিশেষ করে এমন কন্ডিশনে যেখানে পেস ও স্পিন উভয়ই কার্যকর হতে পারে।
advertisement
advertisement
চোটের কারণে আকাশদীপ বাদ পড়তে পারেন এবং তাঁর জায়গায় সাই সুদর্শনের প্রত্যাবর্তন হতে পারে। সব মিলিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের একাদশ হতে চলেছে অনন্য এবং কৌশলগতভাবে সাহসী। তবে শেষ পর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশ নির্বাচনে কোন সিদ্ধান্ত চূড়ান্তভাবে নেয় সেদিকেই তাকিয়ে সকলে।
এক ঝলকে দেখে নিন চতুর্থ টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), ঋষভ পন্ত, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ‘উল্টো’ চালে দলকে ‘সোজা’ পথে আনার চেষ্টা! ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলে একসঙ্গে ৬ অলরাউন্ডার!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement