সিরিজ জিতেও শীর্ষস্থান হাতছাড়া ভারতের

এই প্রথমবারের জন্য টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এল পাকিস্তান।

  • Last Updated :
  • Share this:

    #পোর্ট অফ স্পেন:   ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেও শীর্ষস্থান খোয়াল টিম ইন্ডিয়া। চতুর্থ টেস্ট ড্র ঘোষণা হওয়ার পরই র‍্যাঙ্কিংয়ে দু’নম্বরে নেমে গেল বিরাট বাহিনী। সেইসঙ্গে এই প্রথমবারের জন্য টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এল পাকিস্তান।

    ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্সের জেরে টেস্ট র‍্যাঙ্কিয়ের শীর্ষে মিসবারা। ভারতের থেকে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠল পাক দল। টেস্টের শীর্ষস্থান ধরে রাখতে হোল্ডারদের বিরুদ্ধে শেষ টেস্ট জিততেই হত ভারতকে। কিন্তু বৃষ্টি বিঘ্নিত শেষ টেস্টের পঞ্চম দিন খেলা শুরুর আগেই ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা। এদিনও আউটফিল্ড ভিজে থাকায় ম্যাচ শুরু করা আর সম্ভব হয়নি ৷ প্রথমদিন ছাড়া বাকি ৪ দিনই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়। এর ফলে ৪ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফ্লোরিডায় দুটি টি-২০ ম্যাচ খেলবে কুম্বলে ব্রিগেড।

    এদিকে গোলাপি বলের দলীপ ট্রফি শেষ পর্যন্ত শুরু হচ্ছে আজ থেকে। একটা সময় বিভ্রান্তি তৈরি হয়েছিল যে, দলীপ এ বার হয়তো আয়োজন করা সম্ভব হবে না। কিন্তু টুর্নামেন্ট শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। ম্যাচ হবে দিন-রাতের, হবে দলীপের ফর্ম্যাটের সঙ্গে চ্যালেঞ্জার ট্রফির আদলকে মিশিয়ে।

    আজ, মঙ্গলবার যুবরাজ সিংহ-র ভারত ‘রেড’-এর বিরুদ্ধে সুরেশ রায়নার ভারত ‘গ্রিন’। এত দিন চ্যালেঞ্জার ট্রফিতে ভারত ‘গ্রিন’, ভারত ‘রেড’ নামক টিমদের দেখা যেত। এ বার গোলাপি বলের দলীপে তা হচ্ছে। তবে যুবরাজ-রায়না-গম্ভীর-হরভজনের মতো কয়েক জনকে বাদ দিলে তারকাহীনই থাকছে দলীপ ট্রফি।

    First published:

    Tags: ICC Test Rankings, India Test Ranking, India Tour Of Westindies, Port Of Spain, Trinidad, Virat Kohli