IND vs PAK: হকিতে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত! এশিয়া সেরা ভারতের ছেলেরা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
ওমান: ক্রিকেট হোক অথবা হকি, ভারত বনাম পাকিস্তান ম্যাচ সব সময় একটা আলাদা উত্তেজনা তৈরি করে। সেটা জুনিয়র হোক বা সিনিয়র। এই ম্যাচ দু’দেশের মানুষের কাছেই বিশেষ গুরুত্ব পূর্ণ। সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে জুনিয়র ভারতীয় হকি দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল। ভারত প্রথমবার হকির জুনিয়র এশিয়া কাপ জেতে ২০০৪ সালে। সেবার ফাইনালে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়েই খেতাব জেতে ভারতীয় দল।
২০০৮ সালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয়বার ট্রফি জেতে ভারত। ২০১৫ সালে পাকিস্তানকে পরাজিত করেই তৃতীয়বার ট্রফি হাতে তোলে ইন্ডিয়া। ২০২১ সালে করোনার জন্য টুর্নামেন্ট বাতিল হয়। এবার চ্যাম্পিয়ন হয়ে খেতাব ধরে রাখে ভারত। সুতরাং, ভারত এখনও পর্যন্ত যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে, ফাইনালে তিনবার পাকিস্তানকেই পরাজিত করে তারা।
এই নিয়ে সব থেকে বেশি চারবার ছেলেদের জুনিয়র হকি এশিয়াক চ্যাম্পিয়ন হয় ভারত। এর আগে সব থেকে বেশিবার এই টুর্নামেন্ট জয়ের রেকর্ড ছিল পাকিস্তানের। তারা ৩ বার ছেলেদের বিভাগে হকির জুনিয়র এশিয়া কাপ জিতেছে। জুনিয়র এশিয়া কাপের ফাইনালে সম্মুখসমরে নামে ভারত ও পাকিস্তান। ম্যাচের প্রথমার্ধে ভারতের একতরফা দাপট বজায় থাকে।
advertisement
advertisement
Cogratulations ! #TeamIndia🇮🇳 for a fantastic victory against Pakistan (2-1), in the Junior Men’s Hockey 🏑 #AsiaCup2023 !
A proud moment for Indian hockey indeed! 👏 pic.twitter.com/3Y6sLupDou
— Office of Mr. Anurag Thakur (@Anurag_Office) June 2, 2023
বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল উত্তম সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। ১৩ মিনিটের মাথায় অঙ্গদ বীর সিংয়ের গোলে ১-০ লিড নেয় তারা। দ্বিতীয় কোয়ার্টারে আরও ১টি গোল করে ভারতীয় দল। ২০ মিনিটের মাথায় পাকিস্তানের জালে বল জড়ান অরাইজিৎ সিং হান্ডাল। তৃতীয় কোয়ার্টাকে একটি গোল করে পাকিস্তান।
advertisement
৩৮ মিনিটের মাথায় আলি বাসারতের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত ভারতের ডিফেন্ডাররা আর ভুল না করায় এই স্কোর লাইন বজায় থাকে। চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 12:18 PM IST