বিরাটদের অনুশীলনে ‘লেট ফাইন’ চালু কুম্বলের

Last Updated:

টিম ইন্ডিয়ার অনুশীলনে লেটফাইন চালু কুম্বলের। দেরি করলেই বিরাটদের গুণতে হবে ৫০ মার্কিন ডলার।

#অ্যান্টিগা: টিম ইন্ডিয়ার অনুশীলনে লেটফাইন চালু কুম্বলের। দেরি করলেই বিরাটদের গুণতে হবে ৫০ মার্কিন ডলার। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামছে কোহলি বিগ্রেড। তার আগে স্কুবা ডাইভিংয়ে বিরাট-ধাওয়ানরা। সমুদ্রের পাশে যোগ চর্চাও করলেন রোহিত।
এক দিকে অভিনবত্ব। অন্যদিকে কড়া অনুশাসন। টিম ইন্ডিয়া গড়তে কোচ কুম্বলের নতুন মন্ত্র। দলে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখতে কড়া নিয়ম চালু করলেন জাম্বো। এবার থেকে টিম বাসে উঠতে দেরি করলে জরিমানা করা হবে বিরাট-ধাওয়ানদের। জরিমানার পরিমান ৫০ মার্কিন ডলার।
শুধু টিম বাসেই নয়, দলের যে কোনও সেশনে ক্রিকেটাররা দেরি করলেই জরিমানার কোপে পড়তে হবে। লেট ফাইনের খাঁড়া মাথায় নিয়েই বৃহস্পতিবার থেকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামছে বিরাট বাহিনী। প্রথম ম্যাচে না খেলা অশ্বিন-বিজয়রা সুযোগ পেতে পারেন এই ম্যাচে। প্রথম ম্যাচের মতো, এই ম্যাচেও দলের ব্যাটসম্যান-বোলারদের পরখ করতে চান কুম্বলে।
advertisement
advertisement
virat
প্রস্তুতি ম্যাচের আগে যদিও এখন খোশমেজাজে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। কখনও ড্রাম সেশন তো কখনও সমুদ্র ভ্রমণ। শুধু সমু্দ্র ভ্রমণেই আটকে থাকা নয়। সেখানেও চলছে টিম বন্ডিং সেশন। সমুদ্রে ভলিবলে মাতলেন বিরাট-রাহুলরা। রীতিমতো উৎসবের মেজাজে সমুদ্রে ভলি খেললেন ক্রিকেটাররা। আর স্কুবা ডাইভিংয়ে গোটা টিমকে নেতৃত্ব দিলেন কোচ কুম্বলে। বিরাট-কুম্বলেরা যখন সমুদ্রে ভলি খেললেন, তখন যোগা সেশনে রোহিত শর্মা। সমুদ্রের ধারে ট্রেনারের সঙ্গী মুম্বই ম্যাচো।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিরাটদের অনুশীলনে ‘লেট ফাইন’ চালু কুম্বলের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement