India Hockey : হকিতে ষোলো গোল ভারতের, ইন্দোনেশিয়াকে হারিয়ে উঠল এশিয়ার শেষ চারে

Last Updated:

India enter the Super 4 stage with a massive sixteen zero win over Indonesia in Asia Cup. হকিতে ষোলো গোল ভারতের, ইন্দোনেশিয়াকে হারিয়ে উঠল এশিয়ার শেষ চারে

এশিয়া কাপে ইন্দোনেশিয়াকে
ষোলো গোল ভারতের
এশিয়া কাপে ইন্দোনেশিয়াকে ষোলো গোল ভারতের
ভারত -১৬
ইন্দোনেশিয়া -০
#জাকার্তা: স্কোরলাইন দেখে মনে হতে পারে ঠিক দেখছেন তো? বিশ্বাস করতে অসুবিধে হতে পারে। কিন্তু অবাক লাগলেও সত্যি। এশিয়া কাপ হকিতে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বিশাল বড় জয় ভারতের। আর সেই সঙ্গেই সুপার ফোরে জায়গা করে নিল বীরেন্দ্র লাকরার দল। ১৬-০ ব্যবধানে দুর্দান্ত জয় টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের।
advertisement
advertisement
আর সেই সঙ্গেই নক আউটে জায়গা করে নিল ভারতীয় হকি দল। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে পাকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করেছিল ভারত। পরের ম্যাচে জাপানের বিরুদ্ধে ৫-২ ব্যবধানে হারতে হয়েছিল। অন্যদিকে পাকিস্তান জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে হেরে গিয়েছিল।
advertisement
advertisement
তাই এদিনের ম্যাচে ১৫-০ ব্যবধানে জিতলেই একমাত্র নক আউটে জায়গা করে নিতে পারত ভারতীয় হকি দল। সেই লক্ষ্যপূরণ ভারতের। জাপানের বিরুদ্ধে ৫-২ গোলে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে এগিয়ে থেকেও পাকিস্তানের বিরুদ্ধে আটকে যেতে হয়েছিল। এরপর জাপানের বিরুদ্ধে লড়াই করেও হারতে হল মনিন্দর, সুরজরা।
ম্যাচের প্রথম হাফে একটি গোল হজম করতে হয়েছিল ভারতকে। পরের হাফে আরও চারটে গোল হজম করে তারা। উল্টে যদিও ২ টো গোল শোধ করেছিল টিম ইন্ডিয়ার হকি প্লেয়াররা। কিন্তু ম্যাচ বাঁচাতে পারেননি তাঁরা। মাথায় রাখতে হবে এই টুর্নামেন্টে দুজন সিনিয়র তারকা ছাড়া সব জুনিয়র ছেলে পাঠিয়েছে ভারতীয় দল।
advertisement
মূলত সাপ্লাই লাইন তৈরি রাখতে এশিয়া কাপকে পরীক্ষামূলক মঞ্চ হিসেবে দেখেছে ভারত। কোচ হিসেবে পাঠানো হয়েছে প্রাক্তন তারকা খেলোয়াড় সরদার সিং - কে। জুনিয়র খেলোয়াড়দের মানসিকতা এবং ইচ্ছাশক্তি প্রমাণ করল, সঠিক পথেই এগোচ্ছে ভারতীয় হকি। এরপর বিশ্বকাপ হকি হবে ভারতে। তারপর এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করে আবার পদক জিততে মরিয়া থাকবে ভারতীয় হকি দল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India Hockey : হকিতে ষোলো গোল ভারতের, ইন্দোনেশিয়াকে হারিয়ে উঠল এশিয়ার শেষ চারে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement