#রিও দি জেনেইরো : আয়ারল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হলেও জয় ছিনিয়ে নিতে সফল শ্রীজেশের ভারতীয় দল ৷ অলিম্পিক অভিযানের শুরুটা তাই মোটের উপর খারাপ হল মেন ইন ব্লু’দের ৷ ৩-২ গোলে জিতল ভারত ৷
এদিনের ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল সর্দার সিংয়ের হাতে ক্যাপ্টেন্স আর্ম ব্যান্ড দেখতে পেওয়াটা ৷ ভারতীয় দলের অধিনায়ক বেঙ্গালুরুতে হকি দলের শিবিরেই বলেছিলেন, ‘‘ আমি অধিনায়ক হলেও দলের আসল নেতা সর্দারই ৷’’ ভারতীয় দলে প্রত্যেক খেলোয়াড়ই যে একসূত্রে বাঁধা, সেটা দলের শরীরী ভাষা বা খেলাতেই ফুটে উঠেছে ৷ ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই ভি রঘুনাথ এবং ২৭ মিনিটে দলের সেরা ড্র্যাগ ফ্লিকার রূপিন্দর সিংহ গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন। ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল করেন রূপিন্দর। যদিও শনিবার মোট সাতটি পেনাল্টি কর্নার পেলেও ভারত মাত্র তিনটি থেকেই গোল করতে সফল হয়েছে। পিছিয়ে গিয়েও হাল ছাড়েনি আয়ার্ল্যান্ড। গতিকে অস্ত্র করেই ভারতীয় রক্ষণ ফাঁটল ধরায় তারা। ৪৫ মিনিটে জার্মিন জন গোল করে ব্যবধান কমান। তার ১১ মিনিটের মধ্যে মিনিটে কর্নার কিক থেকে গোল করে ৩-২ করে দেন আয়ার্ল্যান্ডের হার্ট কোনর। ভারতের পরের ম্যাচ শক্তিশালী জার্মানির বিরুদ্ধে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hockey, Indian Hockey Team, Ireland, Olympics 2016, Rio de Janeiro, Rio Olympics, Rio Olympics 2016