জয় দিয়েই অলিম্পিক অভিযান শুরু শ্রীজেশদের
Last Updated:
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হলেও জয় ছিনিয়ে নিতে সফল শ্রীজেশের ভারতীয় দল ৷
#রিও দি জেনেইরো : আয়ারল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হলেও জয় ছিনিয়ে নিতে সফল শ্রীজেশের ভারতীয় দল ৷ অলিম্পিক অভিযানের শুরুটা তাই মোটের উপর খারাপ হল মেন ইন ব্লু’দের ৷ ৩-২ গোলে জিতল ভারত ৷
এদিনের ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল সর্দার সিংয়ের হাতে ক্যাপ্টেন্স আর্ম ব্যান্ড দেখতে পেওয়াটা ৷ ভারতীয় দলের অধিনায়ক বেঙ্গালুরুতে হকি দলের শিবিরেই বলেছিলেন, ‘‘ আমি অধিনায়ক হলেও দলের আসল নেতা সর্দারই ৷’’ ভারতীয় দলে প্রত্যেক খেলোয়াড়ই যে একসূত্রে বাঁধা, সেটা দলের শরীরী ভাষা বা খেলাতেই ফুটে উঠেছে ৷ ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই ভি রঘুনাথ এবং ২৭ মিনিটে দলের সেরা ড্র্যাগ ফ্লিকার রূপিন্দর সিংহ গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন। ৪৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল করেন রূপিন্দর। যদিও শনিবার মোট সাতটি পেনাল্টি কর্নার পেলেও ভারত মাত্র তিনটি থেকেই গোল করতে সফল হয়েছে। পিছিয়ে গিয়েও হাল ছাড়েনি আয়ার্ল্যান্ড। গতিকে অস্ত্র করেই ভারতীয় রক্ষণ ফাঁটল ধরায় তারা। ৪৫ মিনিটে জার্মিন জন গোল করে ব্যবধান কমান। তার ১১ মিনিটের মধ্যে মিনিটে কর্নার কিক থেকে গোল করে ৩-২ করে দেন আয়ার্ল্যান্ডের হার্ট কোনর। ভারতের পরের ম্যাচ শক্তিশালী জার্মানির বিরুদ্ধে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2016 10:48 AM IST