#বার্মিংহ্যাম: টানা একের পর এক টেস্ট জিতে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া ৷ ঘরের মাঠে গত বছর দুর্দান্ত সাফল্য পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার মাটিতেও দুরন্ত পারফরম্যান্স কোহলি ব্রিগেডের ৷ এবার পরীক্ষা বিলেতের মাটিতে ৷ যেখানে টেস্টে খুব একটা ভাল রেকর্ড নেই টিম ইন্ডিয়ার ৷ কিন্তু এবার অতীতের সব পরিসংখ্যান বদলানোর ক্ষমতা রাখেন বিরাটের এই দল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ৷
বুধবার থেকে বার্মিংহ্যামে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট ৷ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে এই সিরিজে যেভাবে হোক জিততেই হবে কোহলিদের ৷ নাহলেই তাঁদের টপকে যাবে দক্ষিণ আফ্রিকা ৷ নিজেদের সেরাটা দিতে তাই প্রস্তুত ভারতীয় ক্রিকেটাররা ৷ এই মহূর্তে ভারতের সংগ্রহ ২৯ ম্যাচে ৩৬৩৪ পয়েন্ট ৷ রেটিং ১২৫ ৷ দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার থেকে মাত্র ১৯ রেটিংয়ে এগিয়ে ভারত ৷ কোহলিদের থেকে ৬টি ম্যাচ বেশি খেলেছে প্রোটিয়ারা ৷ তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ারও রেটিং দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমান ৷
In his bowling depth, India captain @imVkohli trusts. Listen in! #TeamIndia pic.twitter.com/VSShvDmBmS
— BCCI (@BCCI) July 31, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birmingham Test, England, India, Test Ranking, Test Series, Virat Kohli