U19 World Cup 2024: চাপের মুহূর্তে সচিন ও উদয়ের ম্যাচ উইনিং ইনিংস, নবমবার ছোটদের বিশ্বকাপ ফাইনালে ভারত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India Beat South Africa by 2 Wickets and reach U19 World Cup 2024 Final: রুধ্বশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ফাইনালে পৌছল ভারতীয় দল। এই নিয়ে নবম ফাইনালে উঠল জুনিয়র টিম ইন্ডিয়া।
রুধ্বশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ফাইনালে পৌছল ভারতীয় দল। এই নিয়ে নবম ফাইনালে উঠল জুনিয়র টিম ইন্ডিয়া। এবার ষষ্ঠবার ট্রফি জয়ের হাতছানি উদয় সাহারানের দলের সামনে। ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান করে প্রোটিয়ারা। জবাবে ৪৮.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত।
টানটান ফাইনালে একটা সময় মনে হয়েছিল এবার হয়তো সেমি থেকেই বিদায় নিতে হবে ভারতকে। প্রোটিয়াদের দেওয়া ২৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩২ রানে ৪ উইকেট পরে গিয়েছিল ভারতের। সেখান অনবদ্য ব্যাটিং করেন সচিন ধস ও উদয় সাহারন। ৯৬ রানের ইনিংস খেলেন সচিন ও ৮১ রানের অধিনায়কোচিত ইনিংস খলেন উদয়। সচিন ও উদয়ের ১৭১ রানের ম্যাচ উইনিং পার্টনারশিপ ভারতের জয়ের ভিত গড়ে দেয়।
advertisement
দলের ২০৩ রানের মাথায় ব্যক্তিগত ৯৬ রান করে আউট হন সচিন ধস। ১১টি চার ও ১টি ছয়ে সাজানো তার ইনিংস। সচিন ফিরলেও নিজের ইনিংস চালিয়ে যান উদয় সাহারন। দলকে জয়ের দোরগোরায় নিয়ে যান তিনি। ভারতের জয়ের জন্য যখন ১ রান দরকার তখন ব্যক্তিগত ৮১ রান করে রান আউট হন উদয় সাহারন।
advertisement
advertisement
আরও পড়ুন: Sania Mirza: সদ্য হয়েছে তাঁর ডিভোর্স, এবার বিবাহিত মহিলাদের বড় বার্তা দিলেন সানিয়া মির্জা
শেষের দিকে কয়েকটি উইকেট পরপর হারিয়ে চাপ বেড়েছিল ভারতের উপর। যার ফলে সহজ ম্যাচ ফের কঠিন হয়ে যায় ভারতের জন্য। তবে শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। এত কম বয়সে প্রবল চাপের মধ্যে এত কম বয়সে যে ইনিংসটা খেললেন উদয় ও সচিন কা ছোটদের বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় হয়ে থেকে যাবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2024 10:00 PM IST