Indian hockey: হকিতে চক দে! স্বপ্নের ফাইনালে মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন ভারত
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by:Rohan roychowdhury
Last Updated:
India Asian Champions Trophy Hockey Champion: শিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চতুর্থ বার চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ছিল ভারতের। সেই লক্ষ্যে শেষ বাধা ছিল মালয়েশিয়া। ৪-৩ গোলে ম্যাচ জিতে এশিয়া সেরা ভারত।
ভারত – ৪
মালয়েশিয়া – ৩
চেন্নাই: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চতুর্থ বার চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ছিল ভারতের। সেই লক্ষ্যে শেষ বাধা ছিল মালয়েশিয়া। গ্রুপ পর্বে যে দলকে ৫ গোল দিয়েছিল ভারত। দুই দলের মুখোমুখি সাক্ষাৎকারেও অনেক এগিয়েছিল ভারত। সেমিফাইনালে জাপানকে পাঁচ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। এর মধ্যে বাড়তি প্রাপ্তি ছিল চারটিই ফিল্ড গোল। টিম গেমের অনন্য নিদর্শন। আলাদা করে বলতে হয় জাপানের বিরুদ্ধে সুমিতের গোলটির কথা। টুর্নামেন্টের সেরা গোলও বলা হচ্ছে। গ্রুপ পর্বে অপরাজিত। শুধু তাই নয়, জাপান ম্যাচ ছাড়া গ্রুপে সব ম্যাচেই ভারতীয় দল জিতেছিল। ভারতীয় দলকে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছিল গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারানো।
advertisement
advertisement
কিন্তু আজ শনিবার চেন্নাইয়ের রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দিয়েছিলেন যুগরাজ সিং। তবে এরপর পরপর তিনটি গোল হজম করল ভারত। আবু, রাজি রহিম এবং আমিনুদ্দিন দ্বিতীয় কোয়ার্টারে ভারতীয় ডিফেন্সকে তছনছ করে গোল করে যায়। এদিন ভারতীয় ডিফেন্সকে দেখে অত্যন্ত শ্লথ মনে হচ্ছিল। মালয়েশিয়ার গতি সামলাতে পারছিল না ভারত। কিন্তু মরার আগে মরেনি ভারত। তৃতীয় কোয়ার্টারে সুখজিতকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় ভারত। গোল করেন হরমন। ৩০ সেকেন্ড পর আবার তিন নম্বর গোল করে ভারত। এবার কর্তি হয়ে গোল করেন গুরজন্ত সিং।
advertisement
We can’t ask for a better final than this🥹💙
India’s incredible comeback seals victory, making them champions of the Hero Asian Champions Trophy Chennai 2023.🏆🇮🇳 India 4-3 Malaysia 🇲🇾#HockeyIndia #IndiaKaGame #HACT2023 @CMO_Odisha @CMOTamilnadu @asia_hockey @FIH_Hockey… pic.twitter.com/gJZU3Cc6dD
— Hockey India (@TheHockeyIndia) August 12, 2023
advertisement
মনে হচ্ছিল ম্যাচ টাইব্রেকারে চলে যাবে। কিন্তু ৪ মিনিট আগে তার স্বপ্নের গোল করে গেলেন আকাশদীপ সিং। মনদ্বীপ পাস ধরে হাফ টার্ন করে জোরালো শটে জাল কাঁপিয়ে দিলেন। গোটা টুর্নামেন্টে সেভাবে ছন্দে না থাকলেও আজ গুরুত্বপূর্ণ সময় জ্বলে উঠলেন ভারতের তারকা ফরোয়ার্ড। প্রচন্ড কঠিন ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হল ভারত। ফিনিক্স পাখির মতো পিছিয়ে পড়ে জেগে উঠল টিম ইন্ডিয়া। এই নিয়ে চারবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হলো ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2023 10:43 PM IST