আর্জেন্টিনাকে হারিয়ে দু’নম্বরে উঠে এলেন শ্রীজেশরা
Last Updated:
রিওতে একের পর এক ভারতীয় অ্যাথলিটরা যখন হতাশ করছেন, তখন পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় পুরুষ হকি দল।
#রিও দি জেনেইরো: প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় ৷ তারপর দ্বিতীয় ম্যাচেই জার্মানির কাছে ১-২ গোলে পরাস্ত হয়ে মনোবল কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল শ্রীজেশদের ৷ কিন্তু ভারতীয় হকি দল যে রিওতে পদক জয়ের লক্ষ্যেই এসেছে ৷ তা মঙ্গলবার আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচই ফের প্রমাণ করল ৷ ২-১ গোলে জিতে ফের ছন্দ ফিরে পেল অল্টম্যান্সের ভারত ৷ এই ম্যাচ জিতে নিজেদের গ্রুপে দু’নম্বরে উঠে এল মেন ইন ব্লু’রা ৷ শেষ আট থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে দল।
দু’গোলে এগিয়ে যাওয়ার পরেও এদিন জয়টা খুব সহজে আসেনি ভারতের ৷ একটি গোলশোধ করার পাশাপাশি আরেকটু হলে দ্বিতীয় গোলটাও শোধ করে দিত আর্জেন্টিনা ৷ ম্যাচের শেষ কোয়ার্টারে শেষ সাত মিনিটে তিনটে পেনাল্টি কর্নার পায় আর্জেন্টাইনরা ৷ কিন্তু দুর্ভেদ্য ভারতীয় ডিফেন্স ভেঙে গোল করতে ব্যর্থ তারা ৷
গতবারের সোনাজয়ী জার্মানির কাছে সোমবার পরাস্ত হয়েছিলেন অল্টম্যান্সের ছেলেরা। কিন্তু তাতে আত্মবিশ্বাসে মরচে ধরেনি। বরং হারের গ্লানি ঝেড়ে ফেলে নয়া উদ্যমে মাঠে নেমেছিলেন শ্রীজেশরা। ৮ মিনিটে চিংলেনসানা ও ৩৫ মিনিটে কথাজিৎ সিংয়ের গোলে ২-০ এগিয়ে যায় ভারত। ৪৯ মিনিটে আর্জেন্টিনার হয়ে একটি গোল শোধ করেন গঞ্জালো। ২০০৯ সালের পর এই প্রথম আর্জেন্টিনাকে হারাল ভারতীয় হকি দল।
advertisement
advertisement
৩৬ বছরের খরা কাটিয়ে সোনা জয়ের লক্ষ্য নিয়ে রিও গিয়েছেন সর্দার সিংরা। সেই লক্ষ্যেই আরও একধাপ এগিয়ে গেল দল। তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে পুল বি-তে জার্মানির পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2016 9:12 AM IST