#রিও দি জেনেইরো: প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় ৷ তারপর দ্বিতীয় ম্যাচেই জার্মানির কাছে ১-২ গোলে পরাস্ত হয়ে মনোবল কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল শ্রীজেশদের ৷ কিন্তু ভারতীয় হকি দল যে রিওতে পদক জয়ের লক্ষ্যেই এসেছে ৷ তা মঙ্গলবার আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচই ফের প্রমাণ করল ৷ ২-১ গোলে জিতে ফের ছন্দ ফিরে পেল অল্টম্যান্সের ভারত ৷ এই ম্যাচ জিতে নিজেদের গ্রুপে দু’নম্বরে উঠে এল মেন ইন ব্লু’রা ৷ শেষ আট থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে দল।
দু’গোলে এগিয়ে যাওয়ার পরেও এদিন জয়টা খুব সহজে আসেনি ভারতের ৷ একটি গোলশোধ করার পাশাপাশি আরেকটু হলে দ্বিতীয় গোলটাও শোধ করে দিত আর্জেন্টিনা ৷ ম্যাচের শেষ কোয়ার্টারে শেষ সাত মিনিটে তিনটে পেনাল্টি কর্নার পায় আর্জেন্টাইনরা ৷ কিন্তু দুর্ভেদ্য ভারতীয় ডিফেন্স ভেঙে গোল করতে ব্যর্থ তারা ৷
গতবারের সোনাজয়ী জার্মানির কাছে সোমবার পরাস্ত হয়েছিলেন অল্টম্যান্সের ছেলেরা। কিন্তু তাতে আত্মবিশ্বাসে মরচে ধরেনি। বরং হারের গ্লানি ঝেড়ে ফেলে নয়া উদ্যমে মাঠে নেমেছিলেন শ্রীজেশরা। ৮ মিনিটে চিংলেনসানা ও ৩৫ মিনিটে কথাজিৎ সিংয়ের গোলে ২-০ এগিয়ে যায় ভারত। ৪৯ মিনিটে আর্জেন্টিনার হয়ে একটি গোল শোধ করেন গঞ্জালো। ২০০৯ সালের পর এই প্রথম আর্জেন্টিনাকে হারাল ভারতীয় হকি দল।
৩৬ বছরের খরা কাটিয়ে সোনা জয়ের লক্ষ্য নিয়ে রিও গিয়েছেন সর্দার সিংরা। সেই লক্ষ্যেই আরও একধাপ এগিয়ে গেল দল। তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে পুল বি-তে জার্মানির পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Argentina, Chinglensana, Hockey, India, Indian Hockey, Olympics 2016, Rio Olympics, Rio Olympics 2016, Sreejesh