India Bangladesh Cricket: ভারতে আসবে না বাংলাদেশ টিম, এবার কি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ? জানিয়ে দিলেন সম্প্রচার উপদেষ্টা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India Bangladesh Cricket: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও অনুরোধ জানিয়েছেন আসিফ নজরুল। তিনি লিখেছেন, ‘আমি তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে (উপদেষ্টা) অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়!''
ঢাকা: ভারতের বিরুদ্ধে এবার বড় সিদ্ধান্ত নিয়েই ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ হিসাবে ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ। এর আগে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তান ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নিয়েছিল। এবার পাকিস্তানের পথেই পা মেলাল বাংলাদেশ। আর এরপরই বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ”বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
advertisement
মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পরই অবশ্য নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে আসিফ নজরুল লিখেছিলেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
advertisement
advertisement
এমনকী, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও অনুরোধ জানিয়েছেন আসিফ নজরুল। তিনি লিখেছেন, ‘আমি তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে (উপদেষ্টা) অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়! আমরা কোনও অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।’
advertisement
এরপরই রবিবার দুপুরে বাংলাদেশ বোর্ডের ১৭ জন সদস্যকে নিয়ে হওয়া বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ যে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না তারা। ভারতে বাংলাদেশের ৪টি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচই রয়েছে কলকাতায়। তাই বাংলাদেশ ভারতে খেলতে না আসায় এক মাস আগেই টি২০ বিশ্বকাপের ভেন্যু বদলাতে পারে।
advertisement
এদিকে, ইউনূসের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে প্রশ্ন করা হয়, আইপিএল কি এ বছর বাংলাদেশে দেখানো হবে না? রিজওয়ানা জানান, আইনি ভিত্তিগুলি পর্যালোচনা করা হচ্ছে। তার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2026 4:06 PM IST









