ধাওয়ান-কোহলির যুগলবন্দীতে এশিয়া সেরা ভারত
Last Updated:
বাংলাদেশ - ১২০/৫ (১৫ ওভার) ভারত- ১২২/ ২ (১৩.৫ ওভার) ৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়ী ভারত
বাংলাদেশ - ১২০/৫ (১৫ ওভার)
ভারত- ১২২/ ২ (১৩.৫ ওভার)
৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়ী ভারত
advertisement
#মীরপুর: শুধু আবেগ দিয়েই যে ক্রিকেট খেলাটা হয় না ৷ সেটা মীরপুরের ফাইনাল শেষে এখন নিশ্চয় টের পাচ্ছেন মাশরাফিরা ৷ ভালো ব্যাটিংয়ের পাশাপাশি কোহলিদের হারাতে বোলিং-ফিল্ডিংটাও যে বিশ্বমানের করতে হয় ৷ এবিষয়টা মাথায় না রাখলে আসন্ন টি২০ বিশ্বকাপেও এমন অনেক খারাপ দিন দেখতে হবে বাংলাদেশকে ৷ ঘরের মাঠে বিপুল জনসমর্থনকেও এদিন কাজে লাগাতে পারলেন না সাকিবরা ৷ হাতে ভালো রান নিয়েও ফাইনালের চাপ নিতে ব্যর্থ বাংলাদেশ ৷ যার নিট ফল আট উইকেটে হার ৷ হাসতে হাসতে এশিয়া সেরা মেন ইন ব্লু’রা ৷
advertisement
প্রবল বৃষ্টিতে এদিন প্রায় ম্যাচ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল ৷ প্রায় দু’ঘণ্টা দেরীতে খেলা শুরু হলে ম্যাচের ওভার সংখ্যা কমে দাঁড়ায় ১৫-এ ৷ টস জিতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠালে শুরুতে বিশেষ রান পাচ্ছিলেন না সৌম্য সরকাররা ৷১০০-র নীচেই একসময় মনে হচ্ছিল বাংলাদেশীদের বেঁধে রাখতে পারবেন ভারতীয় বোলাররা ৷ কিন্তু সেটা সম্ভব হয়নি শুধুমাত্র একজন ব্যাটসম্যানের জন্যই ৷ তিনি মাহমুদুল্লাহ ৷ শেষদিকে চালিয়ে খেলার এমনিতেই সুখ্যাতি রয়েছে তাঁর ৷ এদিন মাত্র ১৩ বলে অপরাজিত ৩৩ করে দেখিয়ে দিলেন কেন তিনি দলের জন্য এত অপরিহার্য একজন ক্রিকেটার ৷ জেতার জন্য ধোনিদের সামনে টার্গেট ছিল ১৫ ওভারে ১২১ রান ৷ মীরপুরের পেস সহায়ক উইকেটে এই রান তাড়া করা মোটেই তেমন সহজ কাজ ছিল না ৷ রোহিত শর্মা (১) শুরুতে আউট হতে চাপ আরও বাড়ে ভারতের ৷ কিন্তু যে দলে ‘বিরাট কোহলি’ নামক এইমুহূর্তে একজন ফর্মের শিখরে থাকা ব্যাটসম্যান রয়েছেন ৷ তাদের জন্য ১৫ ওভারে ১৬০ টার্গেটও হয়তো অসম্ভব নয় ৷ আর এদিন যে শুধুই বিরাট নন ৷ ভারতকে এশিয়া কাপ ট্রফি এনে দেওয়ার পিছনে আরেকজন ব্যাটসম্যানের অবদানই সবচেয়ে বেশি ৷ তিনি ভারতীয় দলের ‘গব্বর’ ৷ হ্যাঁ গব্বরই বটে ৷ ২৫ হাজার মীরপুর স্টেডিয়ামের বাংলাদেশী সমর্থকদের তিনি এদিন কাঁদিয়ে ছাড়লেন শিখর ধাওয়ান ৷ ৪৪ বলে ৬০ রান করে দলকে জেতানোর অর্ধেক কাজটাই তিনি করে দেন ৷ বাকি কাজটা মেন ইন ব্লু’দের অধিনায়কের করতে বিশেষ অসুবিধা হয়নি ৷ একদম ওয়াংখেড়ের ২০১১ বিশ্বকাপ ফাইনালের মতো মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছয় মেরেই দলকে ট্রফি এনে দিলেন সেই মহেন্দ্র সিং ধোনি ৷ এশিয়া কাপ শেষ ৷ তবে এখনই ছুটি নয় বিরাটদের ৷ কারণ আর ক’দিন পরেই নিজেদের ঘরের মাঠেই যে শুরু হচ্ছে বিশ্বসেরার লড়াই ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 06, 2016 11:53 PM IST