ধাওয়ান-কোহলির যুগলবন্দীতে এশিয়া সেরা ভারত

Last Updated:

বাংলাদেশ - ১২০/৫ (১৫ ওভার) ভারত- ১২২/ ২ (১৩.৫ ওভার) ৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়ী ভারত

বাংলাদেশ - ১২০/৫ (১৫ ওভার)
ভারত- ১২২/ ২ (১৩.৫ ওভার)
৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়ী ভারত
advertisement
#মীরপুর: শুধু আবেগ দিয়েই যে ক্রিকেট খেলাটা হয় না ৷ সেটা মীরপুরের ফাইনাল শেষে এখন নিশ্চয় টের পাচ্ছেন মাশরাফিরা ৷ ভালো ব্যাটিংয়ের পাশাপাশি কোহলিদের হারাতে বোলিং-ফিল্ডিংটাও যে বিশ্বমানের করতে হয় ৷ এবিষয়টা মাথায় না রাখলে আসন্ন টি২০ বিশ্বকাপেও এমন অনেক খারাপ দিন দেখতে হবে বাংলাদেশকে ৷ ঘরের মাঠে বিপুল জনসমর্থনকেও এদিন কাজে লাগাতে পারলেন না সাকিবরা ৷ হাতে ভালো রান নিয়েও ফাইনালের চাপ নিতে ব্যর্থ বাংলাদেশ ৷ যার নিট ফল আট উইকেটে হার ৷ হাসতে হাসতে এশিয়া সেরা মেন ইন ব্লু’রা ৷
advertisement
india asia cup champion
প্রবল বৃষ্টিতে এদিন প্রায় ম্যাচ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল ৷ প্রায় দু’ঘণ্টা দেরীতে খেলা শুরু হলে ম্যাচের ওভার সংখ্যা কমে দাঁড়ায় ১৫-এ ৷ টস জিতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠালে শুরুতে বিশেষ রান পাচ্ছিলেন না সৌম্য সরকাররা ৷১০০-র নীচেই একসময় মনে হচ্ছিল বাংলাদেশীদের বেঁধে রাখতে পারবেন ভারতীয় বোলাররা ৷ কিন্তু সেটা সম্ভব হয়নি শুধুমাত্র একজন ব্যাটসম্যানের জন্যই ৷ তিনি মাহমুদুল্লাহ ৷ শেষদিকে চালিয়ে খেলার এমনিতেই সুখ্যাতি রয়েছে তাঁর ৷ এদিন মাত্র ১৩ বলে অপরাজিত ৩৩ করে দেখিয়ে দিলেন কেন তিনি দলের জন্য এত অপরিহার্য একজন ক্রিকেটার ৷ জেতার জন্য ধোনিদের সামনে টার্গেট ছিল ১৫ ওভারে ১২১ রান ৷ মীরপুরের পেস সহায়ক উইকেটে এই রান তাড়া করা মোটেই তেমন সহজ কাজ ছিল না ৷ রোহিত শর্মা (১) শুরুতে আউট হতে চাপ আরও বাড়ে ভারতের ৷ কিন্তু যে দলে ‘বিরাট কোহলি’ নামক এইমুহূর্তে একজন ফর্মের শিখরে থাকা ব্যাটসম্যান রয়েছেন ৷ তাদের জন্য ১৫ ওভারে ১৬০ টার্গেটও হয়তো অসম্ভব নয় ৷ আর এদিন যে শুধুই বিরাট নন ৷ ভারতকে এশিয়া কাপ ট্রফি এনে দেওয়ার পিছনে আরেকজন ব্যাটসম্যানের অবদানই সবচেয়ে বেশি ৷ তিনি ভারতীয় দলের ‘গব্বর’ ৷ হ্যাঁ গব্বরই বটে ৷ ২৫ হাজার মীরপুর স্টেডিয়ামের বাংলাদেশী সমর্থকদের তিনি এদিন কাঁদিয়ে ছাড়লেন শিখর ধাওয়ান ৷ ৪৪ বলে ৬০ রান করে দলকে জেতানোর অর্ধেক কাজটাই তিনি করে দেন ৷ বাকি কাজটা মেন ইন ব্লু’দের অধিনায়কের করতে বিশেষ অসুবিধা হয়নি ৷ একদম ওয়াংখেড়ের ২০১১ বিশ্বকাপ ফাইনালের মতো মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছয় মেরেই দলকে ট্রফি এনে দিলেন সেই মহেন্দ্র সিং ধোনি ৷ এশিয়া কাপ শেষ ৷ তবে এখনই ছুটি নয় বিরাটদের ৷ কারণ আর ক’দিন পরেই নিজেদের ঘরের মাঠেই যে শুরু হচ্ছে বিশ্বসেরার লড়াই ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
ধাওয়ান-কোহলির যুগলবন্দীতে এশিয়া সেরা ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement