Ind W vs Ban W: বাংলাদেশের মেয়েরা উড়ে গেলেন খড়কুটোর মতো, এশিয়া কাপের সেমিতে অল্প রানেই বন্দি বাংলাদেশ

Last Updated:

Ind W vs Ban W: বাংলাদেশের মেয়েরা পর্যদুস্ত ভারতীয় মেয়েদের আগুনে পারফরম্যান্সের কাছে...

ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে ২০ ওভারে ৮০ রান করে বাংলাদেশ Photo Courtesy- Twitter
ভারতীয় মহিলা দলের বিরুদ্ধে ২০ ওভারে ৮০ রান করে বাংলাদেশ Photo Courtesy- Twitter
ডাম্বুলা: Ind W vs Ban W -মহিলাদের এশিয়া কাপ সেমিফাইনালে ভারতীয় মহিলাদের বিরুদ্ধে একেবারেই ছন্নছাড়া ব্যাটিং বাংলাদেশ মহিলাদের৷ শুক্রবার সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়৷ ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানই তুলতে পারেন বাংলাদেশের বাঙালি মেয়েরা৷
৭ রানে প্রথম উইকেট হারানো দিয়ে শুরু করে বাংলাদেশের মেয়েরা৷ কিন্তু কোনও সময়েই এই ধাক্কা কাটাতে পারেনি৷ নিয়মিত ব্যবধানে হারাতে থাকে উইকেট৷
বাংলাদেশের হয়ে নিগার সুলতানা সর্বোচ্চ ৩২ রান করেন৷ তিনি ৫১ বলে ৩২ রানের ইনিংসে রয়েছে শুধুমাত্র ২ টি চার দিয়ে৷ তবে এদিন বাকি বাংলাদেশি ক্রিকেটার শ্রোনা আকটের ১৯ করেন৷
advertisement
advertisement
—- Polls module would be displayed here —-
এই দুই ক্রিকেটার ছাড়াই সব ক্রিকেটার এক অঙ্কের রানই করতে পারেন মহিলা এশিয়া কাপের ফাইনালে৷
advertisement
ভারতীয় মহিলা দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল রেণুকা সিং৷ তিনি ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন৷ এছাড়াও রাধা যাদবও ৩ উইকেট নেন৷ তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন৷ এছাড়া পূজা বস্ত্রাকার ও দীপ্তি শর্মা ১ টি করে উইকেট নেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind W vs Ban W: বাংলাদেশের মেয়েরা উড়ে গেলেন খড়কুটোর মতো, এশিয়া কাপের সেমিতে অল্প রানেই বন্দি বাংলাদেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement