Ind vs WI: রোহিত শর্মার কোমরে ব্যাথা, ভারত অধিনায়কের চোটের কি অবস্থা আপডেট দিল বোর্ড

Last Updated:

Ind vs WI: তৃতীয় ম্যাচে ভারতীয় ফ্যানদের জন্য একটা খারাপ খবর সামনে এসেছে৷

rohit sharma retires hurt with back spasm bcci gives injury update- Photo Courtesy- Twitter
rohit sharma retires hurt with back spasm bcci gives injury update- Photo Courtesy- Twitter
#বাসেতেরে: ভারতীয় দল ওয়েস্টইন্ডিজকে (IND vs WI ) ফের একবার ল্যাজে গোবরে হারিয়েছে৷ পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় মোকাবিলায় টি টোয়েন্টি ৭ উইকেটে জিতেছে৷ এইভাবে ভারত এই সিরিজে ২-১ এগিয়ে গেছে৷ কিন্তু এভাবে তৃতীয় ম্যাচে ভারতীয় ফ্যানদের জন্য একটা খারাপ খবর সামনে এসেছে৷
রোহিত শর্মাকে মাঠে দেখেই বোঝা যাচ্ছিল কোমরে কোনও একটা অসুবিধা হচ্ছে৷  মাংসপেশিতে কোনও টান পড়েছে , রোহিত শর্মা নিজেও বুঝতে পারছিলেন অস্বস্তিটা বেশি রকমের হচ্ছে৷ মেডিক্যাল দলের সঙ্গে তাঁকে ডাগআউটে দেখা যায়৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড  (BCCI) ট্যুইট করে রোহিত শর্মার শারীরিক পরিস্থিতির আপডেট দিয়েছে৷
advertisement
advertisement
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই ট্যুইটে একেবারে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারত অধিনায়কের চোট রয়েছে এবং বিসিসিআই পরিস্থিতির ওপর নজর রেখেছে৷ বিসিসিআইয়ের পোস্টে লেখা হয়েছে,  UPDATE: captain Rohit Sharma has a back spasm. The BCCI medical team is monitoring his progress. ‘‘অধিনায়ক রোহিত শর্মার পিঠের পেশিতে টান, বিসিসিআই মেডিক্যাল দল তাঁর পরিস্থিতির ওপর নজর রেখেছে৷
advertisement
ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা নিজের চোটের বিষয়ে বিস্তারিত কোনও কথা বলেননি৷ তিনি বলেছেন, ‘‘ এখন ব্যাথা একটু ঠিক আছে৷ সিরিজের চতুর্থ ম্যাচে খেলার আগে অল্প একটু সময় আছে৷ এতে চোট ঠিক হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে৷’’
advertisement
উল্লেখ্য এই ম্যাচে ওয়েস্টইন্ডিজে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ১৬৪ রান করেছিল৷ কাইল মেয়ার্স তাঁদের ৭৩ রান করেন৷ জবাবে ব্যাট করে টিম ইন্ডিয়া ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান৷ ওপেনিং করতে নেমে সূর্যকুমার যাদব ৪৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন৷ তাঁকে প্লেয়ার অফ দ্য ম্যাচ বাছা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI: রোহিত শর্মার কোমরে ব্যাথা, ভারত অধিনায়কের চোটের কি অবস্থা আপডেট দিল বোর্ড
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement