Ind vs WI: রোহিত শর্মার কোমরে ব্যাথা, ভারত অধিনায়কের চোটের কি অবস্থা আপডেট দিল বোর্ড

Last Updated:

Ind vs WI: তৃতীয় ম্যাচে ভারতীয় ফ্যানদের জন্য একটা খারাপ খবর সামনে এসেছে৷

rohit sharma retires hurt with back spasm bcci gives injury update- Photo Courtesy- Twitter
rohit sharma retires hurt with back spasm bcci gives injury update- Photo Courtesy- Twitter
#বাসেতেরে: ভারতীয় দল ওয়েস্টইন্ডিজকে (IND vs WI ) ফের একবার ল্যাজে গোবরে হারিয়েছে৷ পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় মোকাবিলায় টি টোয়েন্টি ৭ উইকেটে জিতেছে৷ এইভাবে ভারত এই সিরিজে ২-১ এগিয়ে গেছে৷ কিন্তু এভাবে তৃতীয় ম্যাচে ভারতীয় ফ্যানদের জন্য একটা খারাপ খবর সামনে এসেছে৷
রোহিত শর্মাকে মাঠে দেখেই বোঝা যাচ্ছিল কোমরে কোনও একটা অসুবিধা হচ্ছে৷  মাংসপেশিতে কোনও টান পড়েছে , রোহিত শর্মা নিজেও বুঝতে পারছিলেন অস্বস্তিটা বেশি রকমের হচ্ছে৷ মেডিক্যাল দলের সঙ্গে তাঁকে ডাগআউটে দেখা যায়৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড  (BCCI) ট্যুইট করে রোহিত শর্মার শারীরিক পরিস্থিতির আপডেট দিয়েছে৷
advertisement
advertisement
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই ট্যুইটে একেবারে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারত অধিনায়কের চোট রয়েছে এবং বিসিসিআই পরিস্থিতির ওপর নজর রেখেছে৷ বিসিসিআইয়ের পোস্টে লেখা হয়েছে,  UPDATE: captain Rohit Sharma has a back spasm. The BCCI medical team is monitoring his progress. ‘‘অধিনায়ক রোহিত শর্মার পিঠের পেশিতে টান, বিসিসিআই মেডিক্যাল দল তাঁর পরিস্থিতির ওপর নজর রেখেছে৷
advertisement
ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা নিজের চোটের বিষয়ে বিস্তারিত কোনও কথা বলেননি৷ তিনি বলেছেন, ‘‘ এখন ব্যাথা একটু ঠিক আছে৷ সিরিজের চতুর্থ ম্যাচে খেলার আগে অল্প একটু সময় আছে৷ এতে চোট ঠিক হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে৷’’
advertisement
উল্লেখ্য এই ম্যাচে ওয়েস্টইন্ডিজে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ১৬৪ রান করেছিল৷ কাইল মেয়ার্স তাঁদের ৭৩ রান করেন৷ জবাবে ব্যাট করে টিম ইন্ডিয়া ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান৷ ওপেনিং করতে নেমে সূর্যকুমার যাদব ৪৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন৷ তাঁকে প্লেয়ার অফ দ্য ম্যাচ বাছা হয়৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI: রোহিত শর্মার কোমরে ব্যাথা, ভারত অধিনায়কের চোটের কি অবস্থা আপডেট দিল বোর্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement