Rohit and Virat: বছর শেষের বিশ্বকাপের আগে ভারতের জন্য দারুণ স্বস্তি, দুই তারকার বিস্ফোরক ফর্মে
- Published by:Debalina Datta
Last Updated:
দুই মহাতারকাকেই এদিন ব্যাট হাতে নিজেদের ঝকঝকে পারফরম্যান্সে দেখা গেছে৷
#কলকাতা: ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয় দিয়ে শুরু করেছে৷ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আগে একের পর এক একদিনের ম্যাচ খেলছে ভারতীয় দল৷ বিশ্বকাপের আগে একেবারে দারুণ প্রস্তুতি সেরে নিতে চায় মেন ইন ব্লু৷ টিম ইন্ডিয়ার জন্য বেশ খানিকটা স্বস্তি দিয়েছে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে৷ কারণ দলের দুই মহাতারকাকেই এদিন ব্যাট হাতে নিজেদের ঝকঝকে পারফরম্যান্সে দেখা গেছে৷
ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতিতে মগ্ন থাকা টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ ৭ উইকেটে ৩৭৩ রানের বিশাল স্কোর করে ফেলেছে৷ সফরে আসা দল ৩০৬ রান করেছে৷
advertisement
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির জন্য এই বছরটা খুবই বিশেষ৷ গত বছরে অস্ট্রেলিয়াতে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে বাজেভাবে হারতে হয়েছিল , তাই ওয়ানডে বিশ্বকাপে ফের একবার নিজেদের আধিপত্য কায়েম করতে চায়৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে -তে পারফরম্যান্স দেখে চিন্তা অনেকটা দূর হয়েছে৷
advertisement
টিম ইন্ডিয়ার টেনশন হবে দূর
ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে বড় স্কোর খাড়া করেছে৷ এতে অধিনায়ক এবং প্রাক্তন অধিনায়ক দারুণ খেলেছেন৷ রোহিত ৬৭ বলে ৯ টি চারের সাহায্যে এবং ৩ টি ছক্কার সাহায্যে ৮৩ রান করেছেন৷ বিরাট কোহলির ধামাকাদার পারফরম্যান্স করেছেন৷ তিনি ১২ টি চার ও একটি ছক্কার সাহায্যে ৮৭ বলে দারুণ ইনিংস খেলেন৷ রোহিতের স্ট্রাইকরেট ১২৩, এবং বিরাটের স্ট্রাইকরেট ১২৯৷
advertisement
এদিন প্রথম উইকেটে এই জুটি ১৪৩ রান করেছে৷ গেল ৭০ রান করে আউট হয়৷ অধিনায়ক ৮৩ রান করেন৷ এদিন বিরাট কোহলি কেরিয়ারের ৪৫ তম ওয়ানডে শতরান করেন৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 3:54 PM IST