IND vs SL: ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের জন্য দলে এলেন অক্ষর প্যাটেল, নাম কাটা গেল ‘এই’ ক্রিকেটারের

Last Updated:

ভারতীয় টেস্ট স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), প্রিয়ঙ্ক পাঞ্চাল, ময়ঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার,হনুমা বিহারী, শুভমান গিল, ঋষভ পন্থ, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ

Ind vs SL: cricket axar patel joins team india test squad ahead of day night test vs sri lanka at bengaluru
Ind vs SL: cricket axar patel joins team india test squad ahead of day night test vs sri lanka at bengaluru
#কলকাতা: ভারত বনাম শ্রীলঙ্কার  (India vs Sri Lanka)  মধ্যে২ টেস্টের সিরিজে দ্বিতীয় ও তথা শেষ টেস্ট ম্যাচ ১২ মার্চ খেলা হবে৷  এই টেস্ট ম্যাচ বেঙ্গালুরুতে চিন্নাস্বামী টেস্ট ম্যাচ দিন রাতের ম্যাচ হবে৷ ভারত (India Cricket Team) মোহালিতে প্রথম টেস্ট ম্যাচ এক ইনিংস এবং ২২২ রানে জিতেছে৷  পিঙ্ক বল টেস্টের আগে ভারতীয় টেস্ট দলে অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel) দলের সঙ্গে যোগ দেন৷ চোটের কারণে অক্ষর দলের থেকে ছিটকে গিয়েছলেন৷ তাঁর জায়গায় দলে এসেছিলেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব  (Kuldeep Yadav) দলে যোগ দিয়েছিলেন৷ এবার অক্ষর প্যাটেল ফেরত আসার পর কুলদীপকে ছেড়ে দেওয়া হয়েছে৷
ওয়েবসাইট  ক্রিকবাজ অনুযায়ি অক্ষর প্যাটেল  (Axar Patel) চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন৷ রিপোর্ট অনুযায়ি বাঁহাতি স্পিনার অক্ষর মোহালি টেস্টের সময়ে দলের সঙ্গে যোগ দেন৷ ২৭ বছরের কুলদীপ যাদব এখন টেস্ট স্কোয়াড থেকে রিলিজ করে দিয়েছে৷  টিম ম্যানেজমেন্টের মতে দলে এখন দুজন লেফট আর্ম স্পিনার হয়েছে৷ এরমধ্যে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) কোনও প্রয়োজন নেই৷ ১৮ সদস্যের ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিন এবং জয়ন্ত যাদব আরও দুই স্পিনার রয়েছেন৷
advertisement
advertisement
অক্ষর প্যাটেল শেষবার গতবছর ডিসেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্ট খেলেছিলেন৷ এরপরে তিনি দলের বাইরে চলে যান৷ এখন শ্রীলঙ্কার বিরুদ্ধে বেঙ্গালুরুতে হতে চলা ডে নাইট পিঙ্ক বল টেস্ট তিনি দলে সুযোগ পেতেও পারেন৷ টিম ইন্ডিয়া বুধবার অবধি মোহালিতে থাকবে৷ তারপর বেঙ্গালুরুতে যাবে ভারতীয় দল৷
advertisement
ভারতীয় টেস্ট স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), প্রিয়ঙ্ক পাঞ্চাল, ময়ঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমান গিল, ঋষভ পন্থ, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SL: ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের জন্য দলে এলেন অক্ষর প্যাটেল, নাম কাটা গেল ‘এই’ ক্রিকেটারের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement