Ind vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের টস আপডেট, কারা রইল প্লেয়িং ইলেভেনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs SA: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক অ্যাডিয়ান মার্করম৷
ডারবান: Ind vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ ডারবানে৷ সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল খেলবে টি টোয়েন্টি সিরিজ৷ প্রথম ম্যাচে টসে জিতেছে দক্ষিণ আফ্রিকা৷ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক অ্যাডিয়ান মার্করম৷
ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে প্রস্তুত ভারতীয় দল। ৮ নভেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই টি-টোয়েন্টি ম্যাচে, ভারতীয় দলকে একেবারে অন্য রূপে দেখা যাবে৷ এই ম্যাচে ফের নিজেদের ফর্মে ফিরে নিউজিল্যান্ডের কাছে হারের যন্ত্রণা কমানোর চেষ্টা করবে সূর্যকুমার যাদবের দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ভারতীয় দুই খেলোয়াড় তাঁদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ার শুরু করতে পারেন।
advertisement
আরও পড়ুন – Upper Primary Recruitment: উচ্চ প্রাথমিকের তালিকায় একাধিক ভুল! নতুন করে লিস্ট বার করল SSC
advertisement
ভারতীয় প্লেয়িং ইলেভেন
সঞ্জু স্যামসন (Sanju Samson (wk)), অভিষেক শর্মা (Abhishek Sharma), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav (capt)), তিলক ভর্মা (Tilak Varma), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) রিঙ্কু সিং (Rinku Singh), অক্ষর প্যাটেল (Axar Patel), অর্শদীপ সিং (Arshdeep Singh), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), আভেশ খান (Avesh Khan) , বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2024 8:46 PM IST