‘‘ছাই ফেলতে ভাঙা কুলো’’ নাকি ? এত বিকল্প থাকতে হঠাৎ কেন উমেশ যাদব, জানালেন রোহিত

Last Updated:

৩৪ বছরের উমেশ অক্টোবর ২০১৮ তে নিজের শেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন উমেশ টি টোয়েন্টি আন্তর্জাতিকে শেষবার ২০১৯ -র ফেব্রুয়ারিতে খেলেছিলেন৷

rohit sharma opens up about umesh yadav's selection
rohit sharma opens up about umesh yadav's selection
#কলকাতা: ভারত বনাম অস্ট্রেলিয়ার সিরিজের প্রথম টি টোয়েন্টি ২০ সেপ্টেম্বর মোহালিতে খেলবে৷ ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচের সিরিজ ২৫ সেপ্টেম্বর শেষ হবে৷ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ২৩ সেপ্টেম্বর নাগপুরে খেলা হবে। অন্যদিকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ হায়দরাবাদে খেলা হবে৷ ৩৪ বছরের উমেশ অক্টোবর ২০১৮ তে নিজের শেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন উমেশ টি টোয়েন্টি আন্তর্জাতিকে শেষবার ২০১৯ -র ফেব্রুয়ারিতে খেলেছিলেন৷ হঠাৎ মহম্মদ শামি কোভিড ১৯ পজিটিভ হতে কেন উমেশ যাদব এই প্রশ্ন ছিল নানা মহলেই৷ কেন এই নির্বাচন খোলসা করলেন অধিনায়ক রোহিত শর্মাই৷
ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ জোরে বোলার মহম্মদ শামি (Mohammed Shami) করোনা সংক্রমিত হয়েছেন। শামি কোভিড পজিটিভ হয়েছেন আর এরই জেরে ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে ৩ টি টোয়েন্টি ম্যাচের জন্য বাইরে ছিটকে গিয়েছেন৷ রোহিত শর্মা জানিয়েছেন শামির ছিটকে যাওয়াটা দলের জন্য মোটেই ভাল খবর নয়৷ তিনি জানিয়েছিলেন ভারতের কাছে বেশ কিছু বিকল্প রয়েছে, কিন্তু শেষ অবধি উমেশ যাদবের নামে সিলমোহর পড়ে৷
advertisement
advertisement
মহম্মদ শামির জায়গায় উমেশ যাদব (Umesh Yadav)  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সুযোগ পাচ্ছেন৷ উমেশকে প্রথমে করোনা টেস্ট করাতে হয়েছে৷ উমেশ যাদব সবেই লন্ডন থেকে ফিরেছেন৷ তিনি লন্ডনে মিডলসেক্সের জন্য কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়েছিলেন৷
advertisement
অধিনায়ক রোহিত শর্মা রবিবার একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘আমাদের কাছে কয়েকটি বিকল্প ছিল, সেখানে অনেকেই প্রসিদ্ধ কৃষ্ণার মতো চোট পেয়েছেন৷ মহম্মদ সিরাজ কাউন্টি খেলছেন৷ আমরা চাই না মাত্র এক -দুটো ম্যাচ খেলার জন্য এত বড় সফর করে তিনি ফিরুন৷ এটা উচিত হবে না৷ শামির দল থেকে ছিটকে যাওয়া দুর্ভাগপূর্ণ৷ আবেশ খান এশিয়া কাপে অসুস্থ হন, তাঁর সুস্থ হতে খানিকটা সময় লাগবে৷ ফিটনেসের দিক থেকে তাঁর আরও খানিকটা সময় লাগবে৷ এই সব বিষয়ে বিচার করা হয়েছে৷ উমেশ , শামি -র মতো ক্রিকেটার দীর্ঘদিন বোলিং করছেন৷ তাঁদের কারোর নামে বিচার করার প্রয়োজন হয় না৷ ’’
advertisement
কাউন্টি ম্যাচ চলাকালীন উমেশ থাই মাসলের টানের ভুগছিলেন৷ যার পরে তাঁকে ট্রিটমেন্টের জন্য দেশে ফিরে এসেছিলেন৷ উমেশ সেই সময়ে বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্ববধানে ছিলেন৷ মহম্মদ শামি এক বছর বাদে টি টোয়েন্টিতে ফিরেছিলেন৷ এখন তাঁর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে থাকাও প্রশ্ন চিহ্নের মুখে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ছাই ফেলতে ভাঙা কুলো’’ নাকি ? এত বিকল্প থাকতে হঠাৎ কেন উমেশ যাদব, জানালেন রোহিত
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement