IND vs SA: সিরিজ হেরে আবেগঘন পোস্ট কেএল রাহুল, ভালবাসা উজাড় করলেন আথিয়া শেট্টি

Last Updated:

এই হারের ধাক্কার পর কেএল রাহুল (KL Rahul) সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট লিখেছেন৷

kl rahul social media post after india lost odi series against south africa in his captaincy athiya shetty sends love
kl rahul social media post after india lost odi series against south africa in his captaincy athiya shetty sends love
#কেপটাউন: ভারতীয় ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফরের পারফরম্যান্স বেশ হতশ্রী৷ প্রথমে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) টেস্ট সিরিজ ২-১ হার তারপরে একদিনের সিরিজে ৩-০ হার হয়৷ একদিনের সিরিজে অধিনায়কত্ব করেছিলেন কেএল রাহুল৷ কারণ অধিনায়ক পদ থেকে বিরাট কোহলি সরে যাওয়ার পর বিসিসিআই রোহিত শর্মাকে সীমিত ওভারের সিরিজে -র অধিনায়ক করলেও চোটের কারণে তিনি অধিনায়কত্ব করতে না পারায় সহ অধিনায়ক কেএল রাহুলকে  (KL Rahul) অধিনায়কত্বের ভার দেওয়া হয়৷ কিন্তু অনুভূতিটি একেবারে মধুর হল না৷ একেবারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ৩-০ ল্যাজেগোবরে হেরেছে৷ এই হারের ধাক্কার পর কেএল রাহুল (KL Rahul) সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট লিখেছেন৷
ভারত (IND vs SA) ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে -তে রবিবার ৪ রানে হেরেছে ভারতীয় দল৷ অধিনায়কত্বের দায়িত্বে থাকা কেএল রাহুলের রেকর্ড একেবারেই বাজে হয়েছে৷ তাঁর নেতৃত্বে সিরিজে তিনটি ম্যাচের তিনটিতেই তাকে হারতে হয়েছে৷ কেএল রাহুল (KL Rahul) সোমবার দলের ক্রিকেটারদের হার্ডলের ছবি শেয়ার করেছেন৷
View this post on Instagram

A post shared by KL Rahul👑 (@rahulkl)

advertisement
advertisement
সেখানের ক্যাপশনে তিনি লিখেছেন,‘‘মুশকিল সফর আপনাকে ভাল ও শক্ত করতে সাহায্য করে৷ হতে পারে ফলাফল আমাদের পক্ষে যায়নি, কিন্তু আমরা ভুল থেকে শিখব৷ দেশের নেতৃত্ব দেওয়া বিশাল সম্মান৷ আর গৌরবের এই সময়কে শব্দ দিয়ে বিবরণ দেওয়া যায় না৷ কাজ কখনও থামে না, কারণ আমরা ভাল হওয়া কখনও থামাই না৷ না হারায় মন কেন্দ্রিত করি৷ আপনাদের সাপোর্টের জন্য ধন্যবাদ৷
advertisement
এই পোস্টে প্রচুর নেটিজেনরা সাপোর্টে বক্তব্য লিখেছেন৷ তাঁর ছবিতে ২ ঘণ্টায় লক্ষ লক্ষ লাইক এসেছে৷ হাজার হাজার কমেন্ট এসেছে৷ তাঁকে শ্রেয়স আইয়ার ও সঞ্জু স্যামসনও কমেন্ট করেছেন৷
advertisement
তবে যাঁর কমেন্ট নিয়ে সকলের চোখ আটকেছে তিনি কেএল রাহুলের প্রেমিকা আথিয়া শেট্টি৷ দিন কয়েক আগেই মিডিয়ায় এই বছরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন কেএল রাহুল এবং আথিয়া শেট্টি (Athiya Shetty) এই খবর বেরিয়েছিল৷ যদি খবর সত্যি নয় বলে জানিয়েছেন আথিয়া শেট্টির বাবা সুনীল শেট্টি৷
kl rahul social media post after india lost odi series against south africa in his captaincy athiya shetty sends love kl rahul social media post after india lost odi series against south africa in his captaincy athiya shetty sends love
advertisement
আথিয়া শেট্টির (Athiya Shetty) এই কমেন্টেও শত শত লাইক পড়েছে৷ এদিকে কেএল রাহুল (KL Rahul) এত কথা বললেও অধিনায়ক হিসেবে এই সিরিজে ব্যর্থ৷ তিনি প্রথম ওয়ানডে-তে ১২ রান করেন, আর তৃতীয় একদিনের ম্যাচে  ৯ রান করেন৷ তবে কেবল দ্বিতীয় একদিনের ম্যাচে ৫৫ রান করেন তিনি৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: সিরিজ হেরে আবেগঘন পোস্ট কেএল রাহুল, ভালবাসা উজাড় করলেন আথিয়া শেট্টি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement