IND vs SA: জোড়া শতরানের ধামাকায় প্রোটিয়া বোলাররা হলেন পাড়ার বোলার, সঞ্জু-তিলক কাঁপিয়ে দিল মাঠ

Last Updated:

IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি টোয়েন্ট তৈরি হল পাঁচটা রেকর্ড৷

জোড়া সেঞ্চুরি তিলক ভর্মা ও সঞ্জু স্যামসনের - Photo- AP
জোড়া সেঞ্চুরি তিলক ভর্মা ও সঞ্জু স্যামসনের - Photo- AP
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে সঞ্জু স্যামসন ও তিলক ভর্মার ব্যাটে ভর দিয়ে রানের পাহাড়ে চড়ে বসল টিম ইন্ডিয়া৷ এমনিতেই তৃতীয় টি টোয়েন্টি জিতে ২-১ সিরিজে এগিয়ে সূর্যকুমার যাদবের ছেলেরা৷ এটি দ্বিতীয় উইকেট জুটিতে ২০০ রানের বেশির পার্টনারশিপ করলেন সঞ্জু স্যামসন ও তিলক ভর্মা৷
এদিন ভারত পাঁচটি রেকর্ড গড়ে৷ জোহনেসবার্গের মাঠে সর্বোচ্চ টি টোয়েন্টি রান করল তারা৷ দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷
এই প্রথম টি টোয়েন্টি দুজন ক্রিকেটার একই দলের দুজন ক্রিকেটার শতরান করলেন প্রথমবার৷ ভারত দ্রুততম দ্বি শতরান করার রেকর্ড করল৷
advertisement
এটা বিদেশের মাটিতে টি টোয়েন্টিতে ভারতীয় দলের সবচেয়ে বড় স্কোর হল৷ যা ২৮৩ ৷
advertisement
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব৷ তাঁর ব্যাটররা এদিন সব অর্থেই অধিনায়কের মান রাখেন৷ অভিষেক শর্মা এদিন ১৮ বলে ৩৬ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ২ টি চার ও ৪ টি ছক্কা দিয়ে৷ তাঁর আউট হওয়ার পর তিলক ভর্মা ওপেনার সঞ্জু স্যামসনের সঙ্গে ক্রিজে কার্যত আগুন ধরিয়ে দেন৷
advertisement
তুখোড় প্রোটিয়া বোলিং আক্রমণ এবং দুরন্ত ফিল্ডিং সব কিছুকেই পাড়ার ক্রিকেট স্তরে নামিয়ে এনে ধামাকা রানের প্রদর্শন করেন দুই তরুণ৷ এদিন সঞ্জু স্যামসন প্রথমে এবং তার কয়েক মিনিটের মধ্যেই তিলক ভর্মা শতরান করে ফেলেন৷
এই জোড়া শতরানে ভর দিয়ে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮৩ রান করে ভারত৷ এদিন ভারত যেভাবে খেলছিল এক সময়ে মনে হচ্ছিল হয়ত টি টোয়েন্টির সর্বোচ্চ রানের নতুন রেকর্ড নিজেদের নামে করে নেবে৷ তবে সেটা না হলেও জোহানেসবার্গে কোনও দলের করা সর্বোচ্চ রান হল৷
advertisement
advertisement
৫৬ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন৷ তাঁর ইনিংস সাজানো ছিল অন্যদিকে তিলক ভর্মা অপরাজিত থাকেন ১২০ রানে৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ১০ টি ছয় দিয়ে৷
এবছরই ২৩ অক্টোবর গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবোয়ে ৩৪৪/৪ স্কোর করেছিল, এটি এখনও পর্যন্ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে সর্বোচ্চ স্কোর। ৬ টি চার, ৯ টি ছয় দিয়ে৷
advertisement
১২ অক্টোবর হায়দরাবাদে বাদে দ্বিপাক্ষিক T20I সিরিজের তৃতীয় ম্যাচে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭/৬ স্কোর করেছিল, যা ক্রিকেটে চতুর্থ-সর্বোচ্চ টি টোয়েন্টি ম্যাচে স্কোর। এটি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের সর্বোচ্চ স্কোর ছিল৷
advertisement
এর আগে ২০২৩ এ মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপালের ছিল টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান৷ ৩১৪ রান করেছিল নেপাল৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: জোড়া শতরানের ধামাকায় প্রোটিয়া বোলাররা হলেন পাড়ার বোলার, সঞ্জু-তিলক কাঁপিয়ে দিল মাঠ
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement