Virat Kohli : ম্যান অফ দ্য ম্যাচ...! সিরিজ জিতে বিরাট কোহলির প্রথম প্রতিক্রিয়া, এক কথায় বুঝিয়ে দিলেন তিনি কেন কিংবদন্তি!

Last Updated:

Virat Kohli : ক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। এই সিরিজে তিনি দুটি সেঞ্চুরি এবং একটি হাফ-সেঞ্চুরি করেন।

News18
News18
নয়াদিল্লি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। এই সিরিজে তিনি দুটি সেঞ্চুরি এবং একটি হাফ-সেঞ্চুরি করেন। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য কোহলিকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত করা হয়।
কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে দারুণ ছাপ রেখেছেন, ওদিকে রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি রান করেছিলেন। কোহলি বলেন, আমি এবং রোহিত অনেকদিন ধরেই একসঙ্গে খেলছি এবং আমরা দু’জনেই দলের জন্য বিশেষ কিছু করতে চাই।
বিরাট এবং রোহিত ২০২৭ সালের বিশ্বকাপে খেলতে চান। বর্তমানে তাঁরা দু’জনই শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই ভারতের হয়ে খেলছেন।বিরাট কোহলি এদিন বলেন, ‘রোহিত এবং আমি আমাদের পুরো কেরিয়ার জুড়ে ক্রিকেট খেলেছি। আমরা দলের জন্য কিছু বিশেষ করতে চাই। এই কারণেই আমরা এতদিন ধরে দলের হয়ে খেলছি। আমরা শুধু খুশি যে এত বছর ধরে আমরা তা করতে পেরেছি।’
advertisement
advertisement
বিরাট কোহলি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বাধিক ৩০২ রান করেছেন। ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে। টিম ইন্ডিয়া এখন ৯ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ খেলবে।
কোহলির কথায়, ‘আমি যেভাবে এই সিরিজে খেলেছি, তাতে আমি ভীষণ খুশি। গত ২-৩ বছরে আমি এমন খেলিনি। আমি জানি, যখন আমি মাঝখানে এভাবে ব্যাট করতে পারি, তখন তা দলকে অনেক সাহায্য করে। এতে আমার আত্মবিশ্বাসও বাড়ে। মাঝে যে কোনও পরিস্থিতি হোক, আমি তা সামলাতে পারি এবং দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে আসতে পারি।’
advertisement
কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণর দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের পর যশস্বী জয়সওয়ালের (অপরাজিত ১১৬) সেঞ্চুরির ইনিংসের সৌজন্যে ভারতীয় দল তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৬১ বল বাকি থাকতে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নেয়।
আরও পড়ুন- অদ্ভুত রেকর্ড! বাবা সচিন করতে পারেননি, অর্জুন করে দেখালেন, ছেলের কামালে খুশি তেন্ডুলকর
কুলদীপ (১০ ওভারে ৪১ রান) এবং কৃষ্ণা (৯.৫ ওভারে ৬৬ রান) চারটি করে উইকেট নেন। কুইন্টন ডি ককের (১০৬) সেঞ্চুরির ইনিংস সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা দল ৪৭.৫ ওভারে ২৭০ রানে অলআউট হয়ে যায়। ভারত ৩৯.৫ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli : ম্যান অফ দ্য ম্যাচ...! সিরিজ জিতে বিরাট কোহলির প্রথম প্রতিক্রিয়া, এক কথায় বুঝিয়ে দিলেন তিনি কেন কিংবদন্তি!
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement