IND vs SA: ইডেন টেস্টে টস হারলেন গিল, ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাভুমার, ভারতের একাদশে সবথেকে বড় চমক!

Last Updated:

IND vs SA 1st Test: মেগা ম্যাচে টস ভাগ্য ভাগ্য সাথ দিল ভারত অধিনায়ক শুভমান গিলের। ইডেনের উইকেট স্পিন সহায়ক হওয়ায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি প্রোটিয়া অধিনায়ক।

News18
News18
অবশেষে প্রতীক্ষার অবসান। ৬ বছর ইডেনে ফিরল টেস্ট ক্রিকেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন সিরিজে চ্যালেঞ্জ জানাতে তৈরি টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ফেভারিট হিসেবে নামলেও, গত বছরের নিউজিল্যান্ড সিরিজের স্মৃতি এখনও ভোলেনি ভারতীয় দল। ফলে টেম্বা বাভুমার দলকে হালকাভাবে নিতে নারাজ গিল ব্রিগেড।
মেগা ম্যাচে টস ভাগ্য ভাগ্য সাথ দিল ভারত অধিনায়ক শুভমান গিলের। ইডেনের উইকেট স্পিন সহায়ক হওয়ায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি প্রোটিয়া অধিনায়ক। শেষ ইনিংসে এই উইকেটে রান তাড়া করে চ্যালেঞ্জিং হবে বলেও জানান টেম্বা। ইডেন টেস্টে ভারতীয় দল একাদশে বড় চমক দিয়েছে। চারজন স্পিনার রয়েছে একাদশে। সুন্দর, জাদেজা, কুলদীপ ও অক্ষর একসঙ্গে খেলছেন। একাদশে জায়গা হয়নি সাঁই সুদর্শনের।
advertisement
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে ভারতের প্রথম একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
advertisement
ভারতের বিরুদ্ধে ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেল্টন, টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডিওয়াল্ড ব্রেভিস, কাইল ভেরেইন (উইকেটকিপার), মার্কো জানসেন, সাইমন হার্মার, কেশব মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাডা।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রোটিয়ারা যাদের দুর্দান্ত পেস বোলিংয়ের জন্য পরিচিত, তারা এবার ভারতে সেরা স্পিন আক্রমণ নিয়ে এসেছে। সেনুরান মুথুস্বামী, সাইমন হার্মার এবং কেশব মহারাজেররা ভারতীয় ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ভারতও তৈরি তাদের অভিজ্ঞ ও ম্যাচ উইনিং স্পিন অ্যাটাক নিয়ে। একইসঙ্গে দেখা যাবে দুই দলের ব্যাটারদেরও লড়াই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: ইডেন টেস্টে টস হারলেন গিল, ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাভুমার, ভারতের একাদশে সবথেকে বড় চমক!
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement