বিতর্কের মাঝেই রাহুল গান্ধির প্রশংসায় শাহিদ আফ্রিদি! সুযোগ বুঝে আসরে নামল বিজেপি!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shahid Afridi Praise For Rahul Gandhi: প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শাহিদ আফ্রিদি সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধির প্রশংসা করেছেন।
একদিকে যেখানে এশিয়া কাপে ‘নো হ্যান্ডশেক’ ইস্যুতে ভারত-পাক দ্বন্দ্ব চরমে উঠছে। প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ ইউসুফ ভারত অধিনমায়ক সূর্যকুমার যাদবকে গালি দিতেও দুবার ভাবেননি। সেখানে এবার অন্য দৃশ্য দেখা গেল। প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শাহিদ আফ্রিদি সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধির প্রশংসা করেছেন।
পাকিস্তানের সংবাদ মাধ্যমের একটি ভিডিও সামনে এসেছে। সেখানে শাহিদ আফ্রিদি বলেছেন, রাহুল গান্ধির মনোভাব খুবই ইতিবাচক এবং তিনি সংলাপের মাধ্যমে সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী। আফ্রিদি ভারতের বর্তমান সরকারের মুসলিম-হিন্দু সম্প্রীতি নষ্ট করার অভিযোগও করেছেন এবং ভারতের পাকিস্তান নীতি ও ইজরায়েলের গাজা নীতির তুলনা করেছেন।
শাহিদ আফ্রিদি বলেন, “ভারতের বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ধর্মের বিভাজন সৃষ্টি করে। এটা খুবই খারাপ মনোভাব। রাহুল গান্ধি সংলাপের মাধ্যমে সম্পর্ক ভালো করার পক্ষপাতী। একটি ইজরায়েল যথেষ্ট না হয়ে আরেকটি হওয়ার চেষ্টা করছে ভারত।” এই মন্তব্যে তিনি সরাসরি বিজেপির দৃষ্টিভঙ্গিকে সমালোচনা করেছেন।
advertisement
advertisement
আফ্রিদির মন্তব্যের পর বিজেপি নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন,”আফ্রিদির মন্তব্য কংগ্রেসের দীর্ঘদিনের পাকিস্তানপন্থী মনোভাবের প্রকাশ। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাহুল গান্ধিকে পাকিস্তানের অবস্থান সমর্থনকারী হিসেবে আখ্যা দিয়েছেন।
After Hafiz Saeed now Shahid Afridi ( Terror apologist & India hater ) praises Rahul Gandhi… Not surprised! Everyone who hates India finds an ally in Rahul Gandhi & Congress
From Soros to Shahid …
INC = Islamabad National Congress
Cong Pak Yaarana is very old
Art 370 to… pic.twitter.com/Od5W7gDcFH— Shehzad Jai Hind (Modi Ka Parivar) (@Shehzad_Ind) September 16, 2025
advertisement
এছাড়া বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য আফ্রিদিকে ভারতের শত্রু হিসেবে অভিহিত করে প্রশ্ন তুলেছেন, কেন ভারতের শত্রুরা রাহুল গান্ধির বন্ধু হয়। তিনি জানিয়েছেন, এ ধরনের সমর্থনের মাধ্যমে জনগণ রাহুল গান্ধির আনুগত্য কোথায় তা বুঝতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন এবং রাহুল গান্ধিকে “পাকিস্তানের প্রিয়” বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন,”আফ্রিদি ও পাকিস্তানবাসী চাইলে রাহুল গান্ধিকে তাদের নেতা বানাতে পারে।”
advertisement
উল্লেখ্য, সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচে ভারত পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে। এই ম্যাচটি এমন সময়ে অনুষ্ঠিত হয় যখন কয়েক মাস আগে জম্মু-কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নিহত হয়েছিলেন। পাকিস্তানকে হারানোর পর এই জয় পহেলগাঁও হামলায় নিহতদের ও ভারতীয় সেনাকে উৎসর্গ করেন সূর্যকুমার যাদব। একইসঙ্গে হ্যান্ডশেক না করায় চড়ছিল পারদ। এবার শাহিদ আফ্রিদির মুখ থেকে রাহুল গান্ধির প্রশংসা অন্য মাত্রা যোগ করল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 6:26 PM IST