Ind vs Pak: মেগা ম্যাচের মেগা খবর, দুই সেনাদলের কোন কোন সেনার রয়েছে চোট আঘাতের সমস্যা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Pak: বাবর আজম ও তাঁর সেনাবাহিনীও সেরা দিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে ভারতকে প্রথমবার হারানোর স্বাদ পায় কিনা সেটাই দেখার।
আহমেদাবাদ: রাত পোহালেই ভারত বনাম পাকিস্তান৷ মেগা ম্যাচের আগে ভারতের একটাই উষ্মার বিষয় সেটি হল শুভমন গিল ঠিক কতটা সুস্থ । ভারতীয় এই ওপেনার আহমেদাবাদে দলের আগেই পৌঁছেছিলেন, একদিন নেটেও তাঁকে দেখা যায়৷ তবে এরপরেও শনিবার তার পাকিস্তানের বিপক্ষে খেলার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। টিম কম্বিনেশনের পরিপ্রেক্ষিতে, ভারতের কাছে অপশন থাকছে উইনিং কম্বিনেশন বদল করার। চেন্নাইতে প্রথম একাদশে খেলা অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে লাইনআপে ফিরে আসার চান্স প্রবল৷ সেক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে ফের বসতে হতে পারে শার্দুল ঠাকুরের৷
অন্যদিকে, পাকিস্তানের কাছে ভারতের ম্যাচের জন্য সব প্রধান ক্রিকেটারই রয়েছেন৷ শ্রীলঙ্কার বিপক্ষে দুরন্ত জয় পাওয়া পাকিস্তান শেষ ম্যাচের দল অপরিবর্তিত রাখেন কিনা তাই দেখার৷ বাবর আজম ও তাঁর সেনাবাহিনীও সেরা দিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে ভারতকে প্রথমবার হারানোর স্বাদ পায় কিনা সেটাই দেখার।
আরও পড়ুন – Healthy Lifestyle: ডিম ভালবেসে খান, আজ ডিমের দিন, গাদাগাদা ডিম খান আর থাকুন তরুণ, তরতাজা
advertisement
advertisement
ভারত ও পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব
পাকিস্তান: বাবর আজম (ক্যাপ্টেন), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সউদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলি আগা, মহম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলি , শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ ওয়াসিম।
advertisement
ভারতের সম্ভাব্য প্লেয়িং ১১: রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 3:19 PM IST