IND vs NZ: বৃষ্টি থামতেই হল টস, উইনিং কম্বিনেশন ভাঙলেন হার্দিক পান্ডিয়া, রইল ভারতীয় একাদশ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এদিন ভারতীয় দলে একটি পরিবর্তন রয়েছে হর্ষল প্যাটেলের জায়গায় দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর৷ রইল টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন৷
#নেপিয়ার: মঙ্গলবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে হার্দিক পান্ডিয়ার টিম ইন্ডিয়া মুখোমুখি হওয়ার জন্য তৈরি৷ লক্ষ্য কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জিতে ফেরা৷ এদিকে আদৌ এই ম্যাচও হবে তো এই নিয়ে বড় প্রশ্ন৷ কারণ হালকা ঝিরঝিরে বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে টস হতে পারেনি৷ তবে বৃষ্টি থেমে যাওয়ার পর আস্তে আস্তে পিচ ও আউটফিল্ড থেকে কভার সরিয়ে ফেলা হয় স্থানীয় সময় আটটায় ফের নির্ধারিত হয় টসের জন্য৷ এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ৷
এদিন ভারতীয় দলে একটি পরিবর্তন রয়েছে হর্ষল প্যাটেলের জায়গায় দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর৷ রইল টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন৷
3RD T20I. India XI: I Kishan, R Pant (wk), S Yadav, S Iyer, D Hooda, H Pandya (c), H Patel, Y Chahal, A Singh, B Kumar, M Siraj. https://t.co/UtR64C00Rs #NZvIND
— BCCI (@BCCI) November 22, 2022
advertisement
advertisement
এদিকে ওয়েদার আপডেট অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় নেপিয়ারের আবহাওয়া মেঘলা থাকবে এবং রাতে বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। খেলা শুরু হওয়ার সময় আর্দ্রতার মাত্রা প্রায় ৬৪ শতাংশ হতে পারে৷
Toss in Napier has been delayed due to rain. #NZvIND pic.twitter.com/wyZ5TEi9ao
— BCCI (@BCCI) November 22, 2022
advertisement
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় এই ধরণের আবহাওয়া থাকার পূর্বাভাস থাকলেও এই মুহূর্তে সেখানে বৃষ্টি শুরু হওয়ায় টসই পিছিয়ে গেছে৷ নেপিয়ারের ৯৮ শতাংশ ক্লাউ় কভার থাকার পূর্বাভাস রয়েছে৷ এর জেরে ম্যাচে উভয় পক্ষের পেস বোলাররা সুবিধা পেতে পারেন৷
আরও পড়ুন - Weather Update: বঙ্গোপসাগরের ওপর গতি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতায় ঝপঝপ করে নামবে তাপমাত্রা
advertisement
সিরিজের প্রথম ম্যাচটি ভেস্তে যাওয়ার পরে, টিম ইন্ডিয়া দ্বিতীয় খেলায় ব্ল্যাকক্যাপসের বিরুদ্ধে ৬৫ রানের বিশাল জয় পেয়ে সিরিজে ১-০ এগিয়ে যায়৷ সূর্যকুমার যাদব আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্বপ্নের ফর্ম অব্যাহত রেখেছেন কারণ তিনি খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তাঁর কেরিয়ারে দ্বিতীয় পজিটিভ বিষয় পেয়েছে তা হল দীপক হুডা এবং যুজবেন্দ্র চাহালের বোলিং। ভারতীয় লেগ-স্পিনার দ্বিতীয় খেলায় গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন৷ দিন কয়েক আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং না করা দীপক প্রমাণ করেছিলেন যে তিনি বোলিং এবং উইকেটও নিতে পারেন। ভারতের এই সিরিজে অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ম্যাচ-পরবর্তী পর্বে জানিয়েছেন যে তিনি আশা করেন ব্যাটসম্যানরা বল হাতে নিয়ে চিপ করতে পারবেন তাঁর বোলাররা৷
advertisement
অন্যদিকে, গুরুত্বপূর্ণ ফাইনাল খেলার আগে নিউজিল্যান্ড বড় ধাক্কা খেয়েছে কারণ ডু অর ডাই ম্যাচে তাঁদের অধিনায়ক কেন উইলিয়ামসন খেলতে পারছেন না। মার্ক চ্যাপম্যান সোমবার পরে নেপিয়ারে ব্ল্যাকক্যাপস স্কোয়াডে যোগ দেবেন। ওয়ানডে সিরিজের আগে দলে ফিরবেন উইলিয়ামসন। এদিকে এই ম্যাচ না জিততে পারলে ঘরের মাঠে ভারতের কাছে টি টোয়েন্টি সিরিজে হারবে নিউজিল্যান্ড৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2022 12:09 PM IST