Mohammad Siraj: পৃথিবীর প্রথম বোলার হিসেবে 'কাণ্ড' ঘটালেন মহম্মদ সিরাজ! বেন স্টোকসের জীবনে প্রথম
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Siraj- বেন স্টোকস চলতি দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে এজবাস্টনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন, কিন্তু কোনও রান না করেই আউট হয়ে যান।
কলকাতা: বেন স্টোকস চলতি দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে এজবাস্টনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন, কিন্তু কোনও রান না করেই আউট হয়ে যান। তিনি প্রথম বলেই মহাম্মদ সিরাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ৪ জুলাই (শুক্রবার)এই গোল্ডেন ডাক ছিল তাঁর টেস্ট কেরিয়ারের প্রথমবার প্রথম বলেই আউট হওয়া।
স্টোকস ২০১৩ সালের ৫ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক করেন। তার পর থেকে তিনি ১১৩টি টেস্টে ২০২ ইনিংসে ব্যাট করেছেন। এর মধ্যে তিনি ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন, কিন্তু প্রথম বলেই আউট হওয়া এই প্রথম।
স্টোকসের মতো অভিজ্ঞ ব্যাটারও যে চাপের মুখে ভুল করতে পারেন, তা প্রমাণিত। মহাম্মদ সিরাজের নিখুঁত ডেলিভারির সামনে স্টোকসের প্রতিরোধ করার কোনো সুযোগই ছিল না। মহাম্মদ সিরাজ বার্মিংহ্যামের টেস্টে বিশ্বসেরা বোলার জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন। তিনি এক ওভারে টানা দুই বলেই ইংল্যান্ডের দুই সেরা ব্যাটার জো রুট এবং বেন স্টোকসকে আউট করে দেন।
advertisement
advertisement
আরও পড়ুন- একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি,গাভাসকরের সঙ্গে একই আসনে গিল,গড়লেন ৫ নতুন বিশ্বরেকর্ড
ইংল্যান্ডের প্রথম ইনিংসের ২২তম ওভারের তৃতীয় বলেই সিরাজ সেদিন জো রুটকে ২২ রানে আউট করেন। পরের বলেই অর্থাৎ পরবর্তী ডেলিভারিতে তিনি বেন স্টোকসকে প্রথম বলেই আউট করে দেন, যেটি ছিল তাঁর টেস্ট কেরিয়ারের প্রথম গোল্ডেন ডাক। দুই ব্যাটারই ঋষভ পন্তের হাতে ক্যাচ দিয়ে আউট হন — অর্থাৎ কট বিহাইন্ড।
advertisement
এই দুটি গুরুত্বপূর্ণ উইকেট ভারতকে বড় সুবিধা দেয়, বিশেষ করে এমন মুহূর্তে যখন ইংল্যান্ড ব্যাটিংয়ে জমে উঠছিল। সিরাজের এই স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই টেস্টে সবার নজর কেড়েছেন ভারতীয় অধিনায়ক শুভমানষ। ৪ নম্বরে ব্যাট করতে নেমে গিল ৩৮৭ বলে ২৬৯ রান করেন। তিনি এই ইনিংসে ৩০টি চারের সঙ্গে ৩টি ছক্কাও হাঁকান। তাঁর এই দুরন্ত ইনিংসের সুবাদে ভারত প্রথম ইনিংসে ৫৮৭ রানের বিশাল স্কোর গড়ে।
advertisement
২৬৯ রানের ইনিংস শুভমান গিলকে SENA দেশগুলোতে (South Africa, England, New Zealand, Australia)
ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় অধিনায়ক করে তুলেছে। তিনি ২০০৪ সালে সিডনি টেস্টে সচিন তেন্ডুলকারের অপরাজিত ২৪১ রানের রেকর্ডও ভেঙে দেন, যা ছিল SENA দেশগুলোর মধ্যে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ইনিংস।
ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় অধিনায়ক করে তুলেছে। তিনি ২০০৪ সালে সিডনি টেস্টে সচিন তেন্ডুলকারের অপরাজিত ২৪১ রানের রেকর্ডও ভেঙে দেন, যা ছিল SENA দেশগুলোর মধ্যে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ইনিংস।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 06, 2025 9:38 AM IST