IND vs ENG: ওয়ার্ক লোড নয়! অন্য কারণে দল ছেড়েছেন বুমরাহ! সামনে এল বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পঞ্চম টেস্টের আগে হঠাৎ করে দল থেকে রিলিজ করা হয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে নানান বিতর্ক।
ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পঞ্চম টেস্টের আগে হঠাৎ করে দল থেকে রিলিজ করা হয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে নানান বিতর্ক। সিরিজ শুরুর আগে কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল জানিয়েছিলেন, বুমরাহ কেবল তিনটি ম্যাচ খেলবেন, যাতে তার ওয়ার্কলোড ম্যানেজ করা যায় এবং পুরনো চোট যেন পুনরায় না ফিরে আসে।
তবে সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে রিলিজ করা নিয়ে যথেষ্ট প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারমে শেষ টেস্ট না খেললেও কেন দল ছেড়ে দেশে ফিরলেন বুমরাহ তা নিয়ে তৈরি হয় কৌতুহল। বিসিসিআই-এর ৩১ আগস্টের মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়েছে, বুমরাহকে বিশ্রামের জন্য নয়, মাঝপথেই রিলিজ করা হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ হিসেবে উঠে এসেছে তার হাঁটুর চোট।
advertisement
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুমরাহ বর্তমানে হাঁটুর চোটে ভুগছেন। বিসিসিআই-এর এক কর্মকর্তা জানিয়েছেন, এটি গুরুতর নয় এবং অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। মেডিকেল টিম স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আছে। তবে অনেকের প্রশ্ন, যদি চোট গুরুতর না-ই হয়, তাহলে কেন তাকে দলের বাইরে পাঠানো হলো?
advertisement
আরও বিস্ময়ের বিষয় হলো, ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস নিজেও চোটে ভুগছেন, তবুও তিনি দলের সঙ্গে রয়েছেন এবং ড্রেসিং রুমে তার উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে বুমরাহের অভিজ্ঞতা ভারতীয় দলের কাজে আসতে পারত না? তাহলে কি ভারতের তারকা পেসারের চোট গুরুতর যা এশিয়া কাপের আগে চিন্তা বাড়াচ্ছে?
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: পঞ্চম দিনে প্রথম ২২ বল কাটিয়ে দিতে পারলেই বাড়বে ভারতের জয়ের সম্ভাবনা! কারণটা কী?
বর্তমানে বুমরাহ বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব শুরু করবেন। তার অনুপস্থিতিতে ভারতীয় বোলাররা ওভাল টেস্টে দারুণ পারফর্ম করেছেন। তবে ম্যাচটি এখনো হাড়হিম করা অবস্থায় রয়েছে, এবং শেষ দিনে ভারতের জয় বা পরাজয়—উভয়ই সম্ভব। এই প্রেক্ষাপটে বুমরাহের অনুপস্থিতি ভারতীয় দলের কৌশলে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 1:28 PM IST