Ind vs Eng T20: পুনেতে ঝটপট সূর্যাস্ত, অধিনায়ক করলেন শূন্য, হার্দিক-শিভমের ঝোড়ো হাফসেঞ্চুরিতে মুখ বাঁচাল টিম ইন্ডিয়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Eng T20: ৩০ বলে ৫৩ করে আউট হন হার্দিক পান্ডিয়া৷ তিনি ৪ টি চার ও ৪ টি ছক্কা মারেন৷ তাঁকে আউট করেন ওভারটন৷ এছাড়া শিভম দুবে ৩৪ বলে ৫৪ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ তিনি রানআউট হন৷
Ind vs Eng T20: প্রথম দুটি টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার পর ভারত তৃতীয় টি টোয়েন্টি খোয়ায়৷ পুনের চতুর্থ টি টোয়েন্টিতেও টপ অর্ডার ফের একবার ভয় দেখাল৷ শুক্রবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জস বাটলারের ইংল্যান্ড৷ এদিন ২০ ওভারে ৯ উইকেটে ১৮১ রান করে ভারত৷ সৌজন্যে মিডল অর্ডার জুটি শিভম দুবে-হার্দিক পান্ডিয়া৷
এদিন প্রথমেই সঞ্জু স্যামসনের উইকেট তুলে নেন মাহমুদ। অভিষেক শর্মা লড়াই করে ’৯ রান করলেও তাঁর উল্টো এন্ডে শুরু হয় আয়ারাম-গয়ারামের খেলা। তিলক ভর্মা, সূর্যকুমার যাদব ০ করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। দুটি উইকেটই তুলে নেন মাহমুদ।
আরও পড়ুন – Bollywood Gossip: এইসব কাজ করে আসা মেয়ে আবার সন্ন্যাসিনী, লুকনো কারণ সামনে আসতেই যা করা হল মমতা কুলকার্নিকে
advertisement
advertisement
রিঙ্কু সিং ২৬ বলে ৩০ করে যখন আশা দেখাচ্ছিলেন তখনই তিনিও আউট হয়ে যান৷ রিঙ্কুর আউটের সময় স্কোরবোর্ড দেখাচ্ছিল ৫উইকেটে ৭৯ রান৷ এরপর অবশ্য ব্যাটিং বিপর্যয়ের বিষয়টিকে লজ্জার দিকে যেতে দেননি শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া৷
৩০ বলে ৫৩ করে আউট হন হার্দিক পান্ডিয়া৷ তিনি ৪ টি চার ও ৪ টি ছক্কা মারেন৷ তাঁকে আউট করেন ওভারটন৷ এছাড়া শিভম দুবে ৩৪ বলে ৫৪ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ তিনি রানআউট হন৷
advertisement
এঁদের ঝোড়ো ব্যাটিংয়ের সাহায্যে ৯ উইকেটে ২০ ওভারে ১৮১ রান তোলে ভারত৷ ইংল্যান্ডের হয়ে মাহমুদ ৩ টি ও জেমি ওভারটন ২ টি উইকেট নেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 8:52 PM IST