Ind vs Eng T20: পুনেতে ঝটপট সূর্যাস্ত, অধিনায়ক করলেন শূন্য, হার্দিক-শিভমের ঝোড়ো হাফসেঞ্চুরিতে মুখ বাঁচাল টিম ইন্ডিয়া

Last Updated:

Ind vs Eng T20: ৩০ বলে ৫৩ করে আউট হন হার্দিক পান্ডিয়া৷ তিনি ৪ টি চার ও ৪ টি ছক্কা মারেন৷ তাঁকে আউট করেন ওভারটন৷ এছাড়া শিভম দুবে ৩৪ বলে ৫৪ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ তিনি রানআউট হন৷

হার্দিক -শিভম জুটিতে উঠল রান Photo- AP
হার্দিক -শিভম জুটিতে উঠল রান Photo- AP
Ind vs Eng T20: প্রথম দুটি টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার পর ভারত তৃতীয় টি টোয়েন্টি খোয়ায়৷ পুনের চতুর্থ টি টোয়েন্টিতেও টপ অর্ডার ফের একবার ভয় দেখাল৷ শুক্রবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জস বাটলারের ইংল্যান্ড৷ এদিন ২০ ওভারে ৯ উইকেটে ১৮১ রান করে ভারত৷ সৌজন্যে মিডল অর্ডার জুটি শিভম দুবে-হার্দিক পান্ডিয়া৷
এদিন প্রথমেই সঞ্জু স্যামসনের উইকেট তুলে নেন মাহমুদ। অভিষেক শর্মা লড়াই করে ’৯ রান করলেও তাঁর উল্টো এন্ডে শুরু হয় আয়ারাম-গয়ারামের খেলা। তিলক ভর্মা, সূর্যকুমার যাদব ০ করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। দুটি উইকেটই তুলে নেন মাহমুদ।
advertisement
advertisement
রিঙ্কু সিং ২৬ বলে ৩০ করে যখন আশা দেখাচ্ছিলেন তখনই তিনিও আউট হয়ে যান৷ রিঙ্কুর আউটের সময় স্কোরবোর্ড দেখাচ্ছিল ৫উইকেটে ৭৯ রান৷ এরপর অবশ্য ব্যাটিং বিপর্যয়ের বিষয়টিকে লজ্জার দিকে যেতে দেননি শিভম দুবে ও হার্দিক পান্ডিয়া৷
৩০ বলে ৫৩ করে আউট হন হার্দিক পান্ডিয়া৷ তিনি ৪ টি চার ও ৪ টি ছক্কা মারেন৷ তাঁকে আউট করেন ওভারটন৷ এছাড়া শিভম দুবে ৩৪ বলে ৫৪ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ তিনি রানআউট হন৷
advertisement
এঁদের ঝোড়ো ব্যাটিংয়ের সাহায্যে ৯ উইকেটে ২০ ওভারে ১৮১ রান তোলে ভারত৷ ইংল্যান্ডের হয়ে মাহমুদ ৩ টি ও জেমি ওভারটন ২ টি উইকেট নেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng T20: পুনেতে ঝটপট সূর্যাস্ত, অধিনায়ক করলেন শূন্য, হার্দিক-শিভমের ঝোড়ো হাফসেঞ্চুরিতে মুখ বাঁচাল টিম ইন্ডিয়া
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement