IND vs ENG: ভাগ্য খারাপ ভারতের! বৃষ্টিতে সময়ে শুরু হল না খেলা, কত ওভার পাবে ভারত ৭ উইকেট নেওয়ার জন্য?

Last Updated:

India vs England 2nd Test: পূর্বাভাস আগে থেকেই ছিল। আর সেটা সত্যিও হল কিছুটা। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে শুরু করা গেল না ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা।

(Photo- AP)
(Photo- AP)
পূর্বাভাস আগে থেকেই ছিল। আর সেটা সত্যিও হল কিছুটা। বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে শুরু করা গেল না ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা। ভারতীয় দল ম্যাচের শেষ দিনে যত দ্রুত সম্ভব মাঠে নামতে চায়, কিন্তু বৃষ্টির কারণে খেলা সময়মতো শুরু হতে পারেনি। বার্মিংহামে বৃষ্টি এখনও থামেনি। মাঠ কভার করা রয়েছে। ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক চতুর্থ দিনেই ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে সতর্ক করে দিয়েছিলেন যে ম্যাচের শেষ দিনে বৃষ্টি হবে এবং দিনের অর্ধেক খেলা নষ্ট হয়ে যাবে। তবে আশার খবর আগের থেকে বৃষ্টির গতি কিছুটা কমেছে ও মাঠে সুপার সপার নামানো হয়েছে।
ভারতীয় দলের জন্য বার্মিংহাম টেস্ট জয় সহজ বলেই মনে হচ্ছিল চতুর্থ দিনের শেষে। শেষ দিনে ৯০ ওভারের খেলায় তিনটি সেশনে ৭টি উইকেট নেওয়া কোনও কঠিন কাজ নয়। টিম ইন্ডিয়ার উদ্দেশ্য একেবারে স্পষ্ট—তারা যে করেই হোক উইকেট তুলে নিতে চায়। প্রথম ম্যাচে ৩৭১ রান করে হারার পর অধিনায়ক শুভমান গিল ৬০৮ রানের লক্ষ্য দিয়েছেন, যা অর্জন করা এক কথায় অসম্ভব। তবে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
ইংল্যান্ডের জন্য বার্মিংহাম টেস্টে দুটি ফলাফল সম্ভব। তারা যদি পুরোদিন খেলে যেতে পারে, তাহলে ম্যাচ ড্র করতে পারে। আর যদি তাদের ব্যাটাররা পরপর আউট হয়ে যায় তাহলে হেরে যাবে। ম্যাচের শেষ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি খেলায় বাধা পড়ে, তাহলে সেই পরিস্থিতিতেও ম্যাচ ড্র হতে পারে। চতুর্থ দিনে ইংল্যান্ড ৭২ রানে ৩টি উইকেট হারিয়েছে। শেষ দিনে তাদের ৫৩৬ রান করতে হবে, যা একেবারেই অসম্ভব বলে মনে হচ্ছে। তবে বৃষ্টির কারমে ভারতের কত ওভার কমে যায় সেটাই দেখার। বৃষ্টি থামার পর মাঠ দেখে সেই সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ভাগ্য খারাপ ভারতের! বৃষ্টিতে সময়ে শুরু হল না খেলা, কত ওভার পাবে ভারত ৭ উইকেট নেওয়ার জন্য?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement