IND vs ENG: সমস্যা আরও বাড়ল ভারতের! দ্বিতীয় টেস্টের দল ঘোষণায় বড় চমক!

Last Updated:

IND vs ENG 2nd Test: ঘরের মাঠে জয় দিয়ে ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইংল্যান্ড। কঠিন ম্যাচে রেকর্ড ব্রেকিং জয়ের পর আত্মবিশ্বাসী বেন স্টোকসের দল। ২ জুলাই থেকে শুরু হবে সিরিজের তৃতীয় ম্যাচ।

News18
News18
ঘরের মাঠে জয় দিয়ে ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইংল্যান্ড। কঠিন ম্যাচে রেকর্ড ব্রেকিং জয়ের পর আত্মবিশ্বাসী বেন স্টোকসের দল। ২ জুলাই থেকে শুরু হবে সিরিজের তৃতীয় ম্যাচ। তার আগে এজবাস্টন টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করল ইসিবি। সেখানে রয়েছে বড় চমক। ভারতের সমস্যা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর স্কোয়াডে ফিরেছেন তারকা পেসার জোফ্রা আর্চার। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। তারপর থেকে একাধিক চোটের কারণে তিনি টেস্ট দলের বাইরে ছিলেন। ৪বছর পর দলে ফিরলেন তিনি।
এ বছর শুরুতেও তিনি মাঠের বাইরে ছিলেন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। আগের ভুলের পুনরাবৃত্তি এড়াতে ইসিবি তাকে তাড়াহুড়ো করে দলে ফেরায়নি, যাতে নতুন করে কোনও চোট না লাগে। যদিও তাকে নিয়ে অনেক প্রশ্ন ছিল। তবুও তিনি আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। সেখানেও আঙুলের চোটের কারণে মরশুমের শেষ দিকে ছিটকে যান।
advertisement
advertisement
সম্প্রতি তিনি সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছেন। যেখানে ১৮ ওভারে ৩২ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও ভালো পারফর্ম করেছেন। আর্চার লাল বলের ক্রিকেটে উন্নতি করেছেন এবং দীর্ঘ স্পেলে বল করেছেন কোনো সমস্যা ছাড়াই। সেই কারণেই নির্বাচকরা আর্চারকে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দলে ফিরিয়ে এনেছে।
advertisement
ইংল্যান্ড পুরুষদের টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং, ক্রিস ওকস।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: সমস্যা আরও বাড়ল ভারতের! দ্বিতীয় টেস্টের দল ঘোষণায় বড় চমক!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement