IND vs ENG: দ্বিতীয় দিনে ওভালে পড়ল ১৫ উইকেট! তৃতীয় দিনে ভারতের ভাগ্য নির্ধারণের দায়িত্ব ব্যাটরদের উপর

Last Updated:

IND vs ENG 5th Test: ওভালের উইকেট যে ব্যাটারদের কঠিন পরীক্ষা নিতে চলেছে তা ম্যাচ শুরু আগে উইকেটের সবুজ আভাই বলে দিয়েছিল। প্রথম ও দ্বিতীয় দিনে দুই দলের ব্যাটারদের নাজেহাল অবস্থা তার প্রমাণ।

News18
News18
ওভালের উইকেট যে ব্যাটারদের কঠিন পরীক্ষা নিতে চলেছে তা ম্যাচ শুরু আগে উইকেটের সবুজ আভাই বলে দিয়েছিল। প্রথম ও দ্বিতীয় দিনে দুই দলের ব্যাটারদের নাজেহাল অবস্থা তার প্রমাণ। বিশেষ করে দ্বিতীয় দিনে ভারত ও ইংল্যান্ড মিলিয়ে মোট ১৫টি উইকেট পড়ল। দ্বিতীয় দিনের শেষে খেলার যা পরিস্থিতি যে কোনও দল ম্যা জিততে পারে। খেলার ভাগ্য তৃতীয় দিনেই নির্ধারিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ২০৪ রানে ৬ উইকেট। সেখান থেকে মাত্র ১৮ রান যোগ করেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন করুণ নায়ার। দলে ফিরেই আগুন ঝরানো স্পেল করলেন গাস আটকিনসন। একাই নিলেন পাঁচটি উইকেট। এছাডডা জশ টাং ৩টি ও ক্রিস ওকস ১টি উইকেট নেন।
advertisement
ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৯২ রানের পার্টনারশিপ গড়েন বেন ডাকেট ও জ্যাক ক্রলি। ডাকেটকে আউট করে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন আকাশ দীপ। প্রথম উইকেট পড়তেই আর সেভাবে ম্যাচে ঘুড়ে দাঁড়াতে পারেনি ইংরেজরা। সৌজন্যে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার দুরন্ত বোলিং। জ্যাক ক্রলির ৬৪, হ্যারি ব্রুকের ৫৩ ও বেন ডাকেটের ৪৩ রান ছাড়া কোনও ব্যাটার সেভাবে বড় স্কোর করতে পারেনি।
advertisement
advertisement
একটা সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১২৯ রানে ১ উইকেট। সেখান থেকে ২৪৭ রানে অলআউ হয়ে যায় পুরো দল। চোটের কারণে ব্যাট করতে নামেননি ক্রিস ওকস। ফলে ৯ উইকেটেই শেষ হয় ইনিংস। ভারতের পেস অ্যাটাকে এদিন সবথেকে ভাল বোলিং করেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। দুজনেই চারটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ২৩ রানের লিড পায় ইংল্যান্ড।
advertisement
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মারকাটারি ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটিতে দ্রুত ৪৬ রানের পার্টনারশিপ গড়েন কেএল রাহুলের সঙ্গে। তবে দ্বিতীয় ইনিংসেও বড় স্কোর করতে ব্যর্থ হন কেএল রাহুল। মাত্র ৭ রান করে আউট হন তিনি। সাই সুদর্শনও ফের নিরাশ করেন। ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি। যশস্বী জয়সওয়াল নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন। নাইট ওয়াচম্যান হিসেবে ক্রিজে রয়েছেন আকাশ দীপ। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৭৫ রানে ২ উইকেট। ৫১ রানে যশস্বী ও ৪ রানে আকাশ দীপ অপরাজিত রয়েছেন।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: দ্বিতীয় দিনে ওভালে পড়ল ১৫ উইকেট! তৃতীয় দিনে ভারতের ভাগ্য নির্ধারণের দায়িত্ব ব্যাটরদের উপর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement