IND vs ENG 3rd Test: লর্ডসে তৃতীয় টেস্টের প্রথম একাদশ ঘোষণা হয়ে গেল, রয়েছে বড় চমক

Last Updated:

IND vs ENG 3rd Test: জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। লিডস টেস্ট জিতলেও বার্মিংহামে ৩৩৬ রানের লজ্জার হারের সম্মুখীন হতে হয় বেন স্টোকসের দলকে।

News18
News18
জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। লিডস টেস্ট জিতলেও বার্মিংহামে ৩৩৬ রানের লজ্জার হারের সম্মুখীন হতে হয় বেন স্টোকসের দলকে। তবে আগ্রাসী মনোভাবে কোনও ঘাটতি নেই ইংল্যান্ড দলের। ১০ জুলাই বৃহস্পতিবার থেকে লর্ডলে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট। ম্যাচের একদিন আদেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের জন্য ভয়ঙ্কর পেস বোলার জোফ্রা আর্চারকে দলে অন্তর্ভুক্ত করেছে। প্রায় ৫২ মাস পর আবার টেস্ট খেলতে চলেছেন আর্চার। চোটের কারণে তিনি গত ৪ বছর দলের বাইরে ছিলেন। তিনি শেষবার ফেব্রুয়ারি ২০২১ সালে টেস্ট খেলেছিলেন। যদিও দ্বিতীয় টেস্টের আগেই আর্চারকে টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছিল, কিন্তু বার্মিংহ্যামের এজবাস্টনে খেলা সেই ম্যাচে তিনি একাদশে সুযোগ পাননি। তবে এবার সেই অপেক্ষার অবসান হয়েছে। যদিও পেসার গাস অ্যাটকিনসনকে এখনও অপেক্ষায় থাকতে হবে।
advertisement
জোফ্রা আর্চারকে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করতে ইংল্যান্ড জোশ টংকে বাইরে রেখেছে। টং এই সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এবং প্রথম দুটি ম্যাচে ভালো বোলিং করেছিলেন। আর্চার তাঁর শেষ টেস্টটিও ভারতের বিরুদ্ধেই খেলেছিলেন। এজবাস্টনে ভারত সিরিজে সমতা আনার পর ইংল্যান্ড গাস অ্যাটকিনসনকেও দলে নিয়েছিল। অধিনায়ক বেন স্টোকস আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বোলিং লাইনআপে পরিবর্তন হবে।
advertisement
advertisement
জোফ্রা আর্চারকে একাদশে জায়গা করে দিতে ইংল্যান্ড সিরিজের সেরা উইকেটশিকারি জোশ টংকে বাদ দিয়েছে। টং ১২ উইকেট নিয়েছিলেন। ৩০ বছর বয়সী আর্চার এর আগে ১৩টি টেস্টে ৪২টি উইকেট নিয়েছেন, গড় ৩১.০৪। সম্প্রতি চোটমুক্ত হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে ডারহামের বিরুদ্ধে খেলেন। পিঠের চোটের কারণে ২০২৪ পর্যন্ত ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। ২০২৩ সালের মে মাসে হোয়াইট বল ক্রিকেটে ফিরেছিলেন।
advertisement
জোফ্রা আর্চার ভারতের অধিনায়ক শুভমান গিল সহ ভারতীয় ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন। গিল দুর্দান্ত ফর্মে আছেন — দ্বিতীয় টেস্টে ৪৩০ রান করেছিলেন। আইপিএলে আর্চার গিলকে ক্লিন বোল্ড করেছিলেন। আর্চার পেস বদলে হঠাৎ বিপজ্জনক হয়ে উঠতে পারেন, তাই ভারতীয় ব্যাটসম্যানদের সাবধান খেলতে হবে।
advertisement
লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওক্স, ব্রায়ডন কার্স, জোফ্রা আর্চার, শোয়েব বশির।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG 3rd Test: লর্ডসে তৃতীয় টেস্টের প্রথম একাদশ ঘোষণা হয়ে গেল, রয়েছে বড় চমক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement