IND vs ENG: ২ দিন আগেই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা, সুযোগ পেলেন না মহাতারকা, আর রয়েছে কোন চমক?

Last Updated:

IND vs ENG 2nd Test: প্রথম টেস্টে দুরন্ত জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ইংল্যান্ড শিবির। ভারতের উপর মানসিক চাপ বিস্তারের জন্য এজবাস্টনে দ্বিতীয় টেস্টের ২ দিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড।

News18
News18
প্রথম টেস্টে দুরন্ত জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ইংল্যান্ড শিবির। ভারতের উপর মানসিক চাপ বিস্তারের জন্য এজবাস্টনে দ্বিতীয় টেস্টের ২ দিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। ২ জুলাই থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে মনে করা হয়েছিল জোফ্রা আর্চারকে প্রথম একাদশে রাখবে। কিন্তু তারকা পেসারকে ছাড়াই দল ঘোষণা করেছে ইসিবি।
ইংল্যান্ডের গতিমান বোলার জোফ্রা আর্চার পারিবারিক জরুরির কারণে এজবাস্টনে সোমবার অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি। তাঁকে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য প্লেয়িং ইলেভেনে রাখা হয়নি। আশা করা হচ্ছে, তিনি মঙ্গলবার দলের সঙ্গে পুনরায় যুক্ত হবেন। ডানহাতি এই পেসার পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে দলে ছিলেন না। তাঁকে গত সপ্তাহে ইংল্যান্ড দলে অন্তর্ভুক্ত করা হয়।
advertisement
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সোমবার জানায়, “পেস বোলার জোফ্রা আর্চার পারিবারের জরুরি কারণে ৩০ জুন, সোমবার এজবাস্টনে ইংল্যান্ড টেস্ট দলের অনুশীলন সেশনে থাকবেন না। আশা করা হচ্ছে তিনি মঙ্গলবার দলের সঙ্গে আবার যুক্ত হবেন।” আর্চার গত কয়েক বছর ধরে তাঁর বোলিং হাতে কনুইয়ের চোটে ভুগছেন। তিনি শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন চার বছর আগে ভারতের বিরুদ্ধে আহমেদাবাদে।
advertisement
advertisement
সিরিজের দ্বিতীয় টেস্ট বুধবার থেকে এজবাস্টনে শুরু হবে। ইংল্যান্ড এই মুহূর্তে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। হেড টু হেড হিসেবে এটি হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ১৩৮তম টেস্ট ম্যাচ। এর আগে ১৩৭টি টেস্টে ভারত ৩৫টি ও ইংল্যান্ড ৫২টি জিতেছে। ৫০টি টেস্ট ড্র হয়েছে। এজবাস্টনে আজ পর্যন্ত কোনও টেস্ট ম্যাচ জিততে পারেনি ভারত।
advertisement
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওক্স, ব্রাইডন কার্স, জোশ টাং, শোয়েব বশির।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ২ দিন আগেই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা, সুযোগ পেলেন না মহাতারকা, আর রয়েছে কোন চমক?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement