IND vs ENG 1st Test: ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের একাদশ ঘোষণা! কারা থাকল দলে আর কে পড়ল বাদ? জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 1st Test: ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে যে বাজবল ক্রিকেটই খেলবে ইংল্যান্ড সেকথা আগেই জানিয়ে দিয়েছিলেন কোচ ব্র্যান্ডন ম্যাকালাম। প্রথম টেস্টে নামার ২ দিন আগে প্রথম একাদশ ঘোষণা করে ইংল্যান্ড বুঝিয়ে দিল কতটা আগ্রাসী ক্রিকেট খেলবে তারা।
ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে যে বাজবল ক্রিকেটই খেলবে ইংল্যান্ড সেকথা আগেই জানিয়ে দিয়েছিলেন কোচ ব্র্যান্ডন ম্যাকালাম। মাঠে বল গড়ানোর আগেই বাজবল শুরু করে দিল ইংরেজরা। আক্রমণাত্মক ও আগ্রাসনই বাজবল ক্রিকেটের মূলমন্ত্র। ভারতের বিরুদ্ধে ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্টে নামার ২ দিন আগে প্রথম একাদশ ঘোষণা করে ইংল্যান্ড বুঝিয়ে দিল কতটা আগ্রাসী ক্রিকেট খেলবে তারা।
হেডিংলিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য ইংল্যান্ড তাদের একাদশ ঘোষণা করেছে। শুক্রবার শুরু হতে যাওয়া এই ম্যাচে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার ক্রিস ওকস। যিনি ডিসেম্বরের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছেন। অন্যদিকে, পেসার ব্রাইডন কার্স দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্টে সুযোগ পেলেন। এর আগে তিনি বিদেশের মাটিতে পাঁচটি টেস্ট খেলেছেন পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে।
advertisement
তিন নম্বর পজিশনে খেলবেন সহ-অধিনায়ক ওলি পোপ। ফলে উদীয়মান অলরাউন্ডার জ্যাকব বেথেলকে অপেক্ষায় থাকতে হচ্ছে। নিউজিল্যান্ড সফরে তিনটি হাফ সেঞ্চুরি ও একটি ৯৬ রানের ইনিংস খেলে আলোচনায় এসেছিলেন বেথেল। তবে পোপ সম্প্রতি জিম্বাবোয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ১৭১ রানের দারুণ ইনিংস খেলে নিজের জায়গা পাকা করেছেন।
advertisement
যদিও পোপের সামগ্রিক গড় ৩৫.৪৯ হলেও ভারতের বিপক্ষে তা কমে ২৪.৬০ এবং অ্যাশেজে মাত্র ১৫.৭০, যা কিছুটা উদ্বেগের কারণ। তা সত্ত্বেও কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকস তাঁর ওপর আস্থা রেখেছেন। স্টোকস জানান,”পোপকে নিয়ে অজুহাত তৈরি হচ্ছে এবং বেLsলকে দলে নেওয়া মানেই যে তিনি একাদশে সুযোগ পাবেন, এমন ধারণা সঠিক নয়।”
advertisement
২১ বছর বয়সী বেথেলকে ইংল্যান্ডের ভবিষ্যৎ তারকা মনে করা হলেও তিনি এখনও পেশাদার ক্রিকেটে শতক করতে পারেননি। তাই অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় পোপকেই এগিয়ে রাখা হয়েছে। ইংল্যান্ডের একাদশে ক্রিস ওকস, ব্রাইডন কার্স এবং জশ টংয়ের সাথে পেস আক্রমণের নেতৃত্ব দেবেন বেন স্টোকস। তরুণ শোয়েব বশিরই একমাত্র বিশেষজ্ঞ স্পিনার।
আরও পড়ুনঃ IND vs ENG: স্বপ্নপূরণ বৈভব সূর্যবংশীর! ১৪ বছর বয়সেই খেলবেন ইংল্যান্ডে, দেখার অপেক্ষায় দেশবাসী
advertisement
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রাইডন কারস, জশ টাং, শোয়েব বশির।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 8:40 AM IST