Shakib Al Hasan Viral Video: শাকিবের মুখে দড়ি, ব্যাট করার সময় ক্রমাগত চিবোচ্ছেন সেটা, কাণ্ডটা কী, ফাঁস করে দিলেন তাঁরই সতীর্থ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shakib Al Hasan Viral Video: লাইভ টেলিকাস্টের সময়, ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক এই বিষয় নিয়ে মুখ খোলেন৷
চেন্নাই: ভারত বনাম বাংলাদেশ চিপকে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারত নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে পড়েছে৷ প্রথম ইনিংসে মূলত রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর দিয়ে ৩৭৬ রান করেছিল ভারত৷ টপ অর্ডারের ব্যর্থতার পর দুই সিনিয়র দলের হাল ধরেছিলেন৷ আগুনে বল করা বাংলাদেশ অবশ্য ব্যাট করতে নেমে প্রথমেই হোঁচট খায়৷
বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার, শাকিব আল হাসান যখন ব্যাট করতে নামেন তখন টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে ৩৬ রান করে প্যাকআপ হয়ে গেছে৷ সেই সময়ে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের কাছেই বাঁচার পথ খুঁজছিল গোটা টিম৷ তিনি এদিন প্রথম ইনিংসে দলের হয়ে সর্বাধিক ৩২ রান করেন৷ কিন্তু চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তার ব্যাটিং ইনিংসের সময় একটি অস্বাভাবিক অন-ফিল্ড অ্যাক্ট দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিল সকলের৷
advertisement
ভেঙে পড়া টপ অর্ডারের চাপ সামলাতে শাকিব আলাদাই ফোকাস জোনে চলে যান৷ চাপের মধ্যে চলে যান, পাল্টা আক্রমণের পদ্ধতির সঙ্গে হঠাৎই এক আজব জিনিস করে ফেলেন৷
advertisement
Shakib Al Hasan is leaving no stone unturned in his efforts to address his eye issues. ✅
Today he was (still) spotted biting down on a black strap while batting.#INDvsBAN #ShakibAlHasan pic.twitter.com/jLf1zS2ljI
— Washikur Rahman Simanto (@WashikurRahma75) September 20, 2024
advertisement
ফ্যানদের আগ্রহ চরমে পৌঁছে যায়, যখন ক্যামেরাম্যানরা শাকিবকে ফোকাস করেন তখন দেখা যায় একটি দড়ির মতো জিনিস কামড়াচ্ছেন৷ প্রথমে সেটা কী বোঝা যাচ্ছিল না দেখে মনে হচ্ছিল তার গলার চারপাশে কিছু একটা ঝুলছে এবং তাঁর হেলমেটের সঙ্গে সেটা যুক্ত৷ হেলমেটের স্ট্র্যাপে এটা কী হচ্ছে এই কৌতূহলোদ্দীপক কাজটি দেখার জন্য ক্যামেরাগুলি আজব দৃশ্য পরিষ্কার করে দেখতে জুম করে৷
advertisement
—- Polls module would be displayed here —-
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
Why is Shakib @Sah75official playing with a strap in his mouth?@JioCinema @JioCinemaTweets pic.twitter.com/tIHXPZRjqH
— Kartik Verma (@krazzzykartik) September 20, 2024
এর পরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন সৃষ্টি হয়৷
advertisement
ফ্যানরা উদ্দেশ্য অনুমান করতে শুরু করে। কেউ কেউ ভাবছেন যে এটা নিছক অভ্যাস নাকি চাপের পরিস্থিতিতে শাকিব ফোকাস ঠিক রাখতে এইভাবে হেলমেটের স্ট্যাপ চিবোচ্ছেন!
লাইভ টেলিকাস্টের সময়, ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ কার্তিক এই বিষয় নিয়ে মুখ খোলেন৷
কার্তিকের মতে, বাংলাদেশের তামিম ইকবাল, যিনি সিরিজের ধারাভাষ্য দলেও রয়েছেন, তাঁকে জানিয়েছিলেন যে স্ট্র্যাপটি শাকিবের অবস্থানের একটি কার্যকরী উদ্দেশ্যে কাজ করে।
advertisement
শাকিবের স্টান্সের সঙ্গে যুক্ত এটা একটা ফাংশানাল পারপাস দেয় ব্যাটিংয়ের সময়ে৷ সেলফ চেক মেকানিজমের একটা অংশ এটা৷ এটা দিয়ে শাকিব নিশ্চিত করে স্টান্স বা শট মেকিং কোনও সময়েই যেন তাঁর মাথা লেগ সাইডে হেলে না যায়৷ হেলমেটের সঙ্গে বাঁধা এই দড়ি দিয়ে এটাই ঠিক করা হয় কোনওভাবেই তার মাথা যেন একদিকে খুব বেশি হেলে না যায়৷ এর ফলে ভাল ব্যালান্স ও কন্ট্রোল থাকে যখন ও ক্রিজে থাকে৷
advertisement
এটা বেশ একটি আশ্চর্য প্র্যাকটিশ, একাধিক ক্রিকেটারদের প্রাক-খেলার আচার বা অভ্যাসে এরকম নানা পদ্ধতি রয়েছে যা তাঁরা বিশ্বাস করেন যে তাঁদের মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 8:47 PM IST