India vs Australia t20 series live telecast: বিশ্বকাপের পর বদলে গেল চ্যানেল, কোন চ্যানেল কোন অ্যাপে লাইভ দেখবেন ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ, রইল সব তথ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
When and where to watch India vs Australia t20 series live telecast: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজ। কোথায়, কখন, কোন চ্যানেলে দেখবেন ম্যাচ? রইল সব তথ্য।
বিশাখাপত্তনম: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের ক্ষত এখননও দগদগে। ১৯ তারিখ ফাইনালের পর মাঝে ব্যবধান মাত্র ৪ দিন। ফের একবার ২২ গজে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। তবে এবার লড়াই টি-২০ সিরিজে। ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। ৫ ম্যাচে সিরিজের প্রথম ম্যাচ হবে বিশাখাপত্তনমে।
এই সিরিজে ভারতীয় দল তাদের বেশিরভাগ সিনিয়র প্লেয়ারদের বিশ্রাম দিয়েছে। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক করা হয়েছে ঋতুরাজ গায়কওয়াড়কে। শ্রেয়স আইয়ারকে প্রথম তিন ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। শেষ দুই ম্যাচে সহ-অধিনায়ক হিসেবে দলে ফিরবেন শ্রেয়স। অপরদিকে ব্যাগি গ্রিনদের দায়িত্বে দেখা যাবে ম্যাথিউ ওয়ে়ডকে। পূর্ণ শক্তির দল নিয়েই নামছে বিশ্বজয়ীরা।
advertisement
তবে এই সিরিজ শুরুর আগে বেশ কিছু প্রশ্ন রয়ছে ক্রিকেট প্রেমিদের মনে। তার মধ্যে অন্যতম হল ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ কোন চ্যানেলে ও অন লাইনে কোথায় লাইভ স্ট্রিমিং দেখা যাবে। বিশ্বকাপ স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখালেও এবার ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের ক্ষেত্রে চ্যালেন ও লাইভ স্ট্রিমিং অ্যাপ দুটিই পাল্টে গিয়েছে। দেখে নিন আপনাদের সকল প্রশ্নের উত্তর।
advertisement
advertisement
১. ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজ কখন শুরু হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ নভেম্বর।
২. ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজ কোথায় হবে?
advertisement
ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে বিশাখাপত্তনম, তিরুবনন্তপুরম, গুয়াহাটি, রায়পুর ও বেঙ্গালুরুতে।
৩. ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ ম্যাচ কখন শুরু হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।
৪. ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ ম্যাচ কোন চ্যানেলে কোথায় দেখা যাবে?
advertisement
ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।
৫. ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
জিও সিনেমা অ্যাপে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2023 9:41 AM IST