হোবার্টে জয়ে ফিরতে হলে ভারতকে ঠিক করতে হবে ৩টি ভুল! না শোধরালেই বিপদ!

Last Updated:

IND vs AUS: এবার সিরিজের তৃতীয় ম্যাচে হোবার্টে নামবে সূর্যকুমার যাদবের দল, যেখানে তাদের তিনটি বড় ভুল সংশোধন করাই প্রধান লক্ষ্য।

News18
News18
মেলবোর্ন টি–২০ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভরাডুবির পর নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে টিম ইন্ডিয়া। অভিষেক শর্মা ছাড়া আর কেউ ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখতে পারেননি, ফলে দল মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায়। মিচেল মার্শ ও ট্রেভিস হেডের দুর্দান্ত ইনিংসের সামনে ভারতের লক্ষ্য রক্ষা ছিল অসম্ভব। সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এবার সিরিজের তৃতীয় ম্যাচে হোবার্টে নামবে সূর্যকুমার যাদবের দল, যেখানে তাদের তিনটি বড় ভুল সংশোধন করাই প্রধান লক্ষ্য।
প্রথমত, বিশেষজ্ঞদের মতে গৌতম গম্ভীরের “রাইট–লেফট কম্বিনেশন” তত্ত্ব ভারতকে পিছিয়ে দিয়েছে। শুভমন গিলের আউটের পর সঞ্জু স্যামসনকে তিন নম্বরে পাঠানো হয় শুধুমাত্র বাঁহাতি–ডানহাতি ভারসাম্য বজায় রাখতে। এর ফলে ব্যাটিং অর্ডারে অযথা পরীক্ষানিরীক্ষা হয়, যা দলের ছন্দ নষ্ট করেছে। ভারতকে এখন নিজের শক্তির জায়গায় আস্থা রাখতে হবে, নিয়মিত ব্যাটিং ক্রম মেনে চললেই ভালো ফল আসবে।
advertisement
দ্বিতীয়ত, মেলবোর্নে ভারতীয় ব্যাটারদের অতিরিক্ত তাড়াহুড়োই দলের পতনের মূল কারণ। মাত্র ৪৯ রানে পাঁচ উইকেট পড়ে যায়, কেউই পরিস্থিতি অনুযায়ী ধৈর্য দেখাননি। হোবার্টে ভারতের উচিত হবে পিচ ও কন্ডিশন বুঝে ইনিংস গড়া এবং পুরো ২০ ওভার ব্যাট করা।
advertisement
তৃতীয়ত, বোলারদের শৃঙ্খলার অভাবও পরাজয়ের বড় কারণ। মেলবোর্নে ভারত দিয়েছিল ১১টি এক্সট্রা রান, যেখানে অস্ট্রেলিয়া দিয়েছে মাত্র তিনটি। জসপ্রীত বুমরাহর এক ওভারেই আসে ১৮ রান, যার মধ্যে ছিল ওয়াইডে চারও। ছোট লক্ষ্য রক্ষা করতে গিয়ে এমন ভুল মেনে নেওয়া যায় না।
advertisement
সব মিলিয়ে, হোবার্টে নামার আগে ভারতীয় শিবিরে আত্মসমালোচনা চলছে। ব্যাটিং অর্ডারে স্থিরতা, ধৈর্য ধরে ইনিংস গড়া এবং শৃঙ্খলাবদ্ধ বোলিং—এই তিন দিকেই নজর দিতে হবে সূর্যকুমার যাদবদের। মেলবোর্নের ভুল শুধরে নিতে পারলেই সিরিজে ফিরতে পারবে টিম ইন্ডিয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হোবার্টে জয়ে ফিরতে হলে ভারতকে ঠিক করতে হবে ৩টি ভুল! না শোধরালেই বিপদ!
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement