IND vs AUS: শুভমান গিল ছাড়া ফ্লপ ভারতের ব্যাটিং লাইন, চতুর্থ টি-২০-তে অজিদের ১৬৮ টার্গেট দিল ভারত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs AUS 4th T20: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে বড় স্কোর করতে ব্যর্থ হল টিম ইন্ডিয়া। ব্যাটিং লাইনআপে একমাত্র শুভমান গিল ছাড়া বড় রান করতে ব্যর্থ সকলেই।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে বড় স্কোর করতে ব্যর্থ হল টিম ইন্ডিয়া। ব্যাটিং লাইনআপে একমাত্র শুভমান গিল ছাড়া বড় রান করতে ব্যর্থ সকলেই। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন টি-২০-তে টিম ইন্ডিয়ার সহঅধিনায়ক। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার ন্যাথান এলিস ও অ্যাডাম জাম্পা ৩টি করে উইকেট নেন।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে শুরুটা ভালই করেছিল ভারতীয় দল। শুভমান গিল ও অভিষেক শর্মা আক্রমণাত্মক ব্যাটিং করে পাওয়ার প্লে-তেই অর্ধশতরানের পার্টনারশিপ করে ফেলেন। সপ্তম ওভারে ৫৬ রানে ভারতের প্রথম উইকেট পড়ে। ব্যক্তিগত ২৮ রানে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা।
আরও পড়ুনঃ ‘কীভাবে হনুমানজির ট্যাটু তোমাকে সাহায্য করেছে?’, প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাব দিলেন দীপ্তি শর্মা
advertisement
advertisement
এরপর একদিক থেকে শুভমান গিল থাকলেও অন্যদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। শুভমান গিল ৪৬ রানে আউট হতেই আরও চাপ বাড়ে ভারতীয় ব্যাটিং লাইনে। ভারতীয় ব্যাটিং লাইবে শিবম দুবে ২২, সূর্যকুমার যাদব ২০ করে আউট হন। বড় রান করতে ব্যর্থ তিলক বর্মা, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দররা। পরপর উইকেট হারানোয় রানের গতি কমে ভারতের। শেষের দিকে ১১ বলে ২১ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার মত জায়গায় পৌছে দেন অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়ার টার্গেট ১৬৮।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2025 4:22 PM IST

