IND vs AUS: অজিদের নাকানিচোবানি খাওয়াল বুমরাহ-সিরাজরা, পারথে দুরন্ত কামব্যাক ভারতের

Last Updated:

IND vs AUS: পারথে প্রথম দিনই টানচান ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। প্রথম টেস্টের দিনেপ শুরুটা ছিল অস্ট্রেলিয়ার নামে। অজি পেস অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেনি ভারতের ব্যাটিং লাইন।

News18
News18
পারথে প্রথম দিনই টানচান ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। প্রথম টেস্টের দিনের শুরুটা ছিল অস্ট্রেলিয়ার নামে। অজি পেস অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেনি ভারতের ব্যাটিং লাইন। তবে দিনের শেষটা করল ভারতীয় দল। জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, মহম্মদ সিরাজদের আগুনে বোলিংয়ের সামনে ধসে যায় অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া।
ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়। অজি পেস অ্যাটাকের সামনে ইনিংসের শুরু থেকেই নড়়বড়ে দেখাচ্ছিল ভারতীয় ব্যাটিং লাইনকে। ব্যর্থ পুরো টপ অর্ডার। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, দেবদূত পাড়িক্কল, কেএল রাহুলকা সকলেই ব্যর্থ। ভারতের ইনিংসে কিছুটা লড়াই করার চেষ্টা করেন ঋষভ পন্থ ও এই টেস্টে অভিষেক হওয়া নীতিশ কুমার রেড্ডি। তাদের ৪৮ রানের পার্টনারশিপের সৌজন্য়ে সম্মানজনক স্কোরে পৌছায় ভারত।
advertisement
ঋষভ পন্থ ৩৭ রান করে আউট হন। ৪১ রান করেন নীতিশ কুমার রেড্ডি। অভিষেক টেস্টে কিছুটা হলেও নজর কাড়লেন ভারতের তরুণ অলরাউন্ডার। এছাড়া কেএল রাহুলের ২৬ রানের ইনিংস ছাড়া বলার মতন কিছু নেই। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৪টি উইকেট নেন জস হ্য়াজেলউড। এছাড়া ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।
advertisement
advertisement
১৫০ রান নিয়ে ভারতীয় দল খুব একটা লড়াই করবে তা অনেকেই ভাবেনি। কিন্তু জসপ্রীত বুমরাহের আগুনে স্পেল বদলে দেয় সব হিসেব নিকেশ। শুরুতেই অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খোয়াজা ও ন্যাথান ম্যাকসুইনিকে সাজঘরে ফেরান জসপ্রীত বুমরাহ। ক্রিজে এসে দাঁড়াতেই পারেননি স্টিভ স্মিথ। বুমরাহের প্রথম বলেই সাজঘরে ফেরেন তিনি।
advertisement
এরপর মিচেল মার্শ ও লাবুশানের উইকেট নিয়ে অজিদের জোর ধাক্কা দেন মহম্মদ সিরাজ। ট্রেভিস হেডকে বোল্ড করেন হর্ষিত রানা। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬৭ রানে ৭ উইকেট। ৪টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ, ২টি মহম্মদ সিরাজ ও একটি শিকার করেছেন হর্ষিত রানা। ভারতের থেকে এখনও ৮৩ রান পিছিয়ে অস্ট্রেলিয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: অজিদের নাকানিচোবানি খাওয়াল বুমরাহ-সিরাজরা, পারথে দুরন্ত কামব্যাক ভারতের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement