এক বছর ময়দান থেকে নিষিদ্ধ দেবজিৎ, সঙ্গে বড় জরিমানা, কঠোর সিদ্ধান্ত আইএফএ-র

Last Updated:

আভাস আগেই পাওয়া গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু ঘোষণার। আদতে হলও তাই। মাঠে মাথা গরম করে কঠোর শাস্তির সম্মুখীন হতে হল প্রাক্তন ভারতীয় ডিফেন্ডার বর্তমানে এএসওএস রেনবো ইউনাউটেডের টিডি দেবজিৎ ঘোষকে।

কলকাতা: আভাস আগেই পাওয়া গিয়েছিল। অপেক্ষা ছিল শুধু ঘোষণার। আদতে হলও তাই। মাঠে মাথা গরম করে কঠোর শাস্তির সম্মুখীন হতে হল প্রাক্তন ভারতীয় ডিফেন্ডার বর্তমানে এএসওএস রেনবো ইউনাউটেডের টিডি দেবজিৎ ঘোষকে। প্রাক্তন তারকা ফুটবলারকে এক বছরের জন্য ময়দান থেকে সাসপেন্ড করেছে বাংলার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। সঙ্গে এক লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে।
গত ২৩ জুলাই কলকাতা লিগের ম্যাচ ছিল পুলিশ এসি ও রেনবো এসির। ম্যাচে ১-০ এগিয়ে ছিল রেনবো। তীয়ার্ধের যোগ করা সময়ে রেফারি দিন মহম্মদ মোল্লা পেনাল্টি দেয়নি রেনবো এফসিকে। সেই সময় মাথা গরম করে পেলেন দেবজিৎ। রেফারি পর্যবেক্ষক সুব্রত দাসকে শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে দেবজিৎ ঘোষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে দমদমে অমল দত্ত স্টেডিয়ামে। অভিযোগ, প্রথমে সুব্রত দাসের গলা টিপে ধরেন দেবজিৎ। এর রেফারি দেবজিৎকে লাল কার্ড দেখান। তখন আরও রেগে সুব্রতকে মারধর করে বলে অভিযোগ দেবজিতের বিরুদ্ধে।
advertisement
advertisement
এই ঘটনার রিপোর্ট পাঠানো হয় আইএফএ-র কাছে। এদিন বৈঠকে বসেছিল আইএফএর ডিসিপ্লিনারি অর্থাৎ শৃঙ্খলা রক্ষাকারী কমিটি। আইএফএ-র বৈঠক দৌষী সাব্যস্ত করা হয় দেবজিৎকে। সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দেওয়ার নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে একমাসের মধ্যে জরিমাবার এক লক্ষ টাকা দিতে হবে দেবজিৎ ঘোষকে। টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে না দিলে শাস্তি বাড়িয়ে ২ বছর করে দেওয়া হবে।
বাংলা খবর/ খবর/খেলা/
এক বছর ময়দান থেকে নিষিদ্ধ দেবজিৎ, সঙ্গে বড় জরিমানা, কঠোর সিদ্ধান্ত আইএফএ-র
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement