Burj Khalifa Team India : বুর্জ খালিফায় গ্রাফিক্সে তুলে ধরা হল ভারতীয় দলের জার্সি

Last Updated:

Iconic Burj Khalifa light display of team India new jersey ahead of the T20 World Cup. বুর্জ খালিফার ১৬০ তলা পর্যন্ত রয়েছে বিভিন্ন অফিস, আবাসন, মসজিদ, সুইমিংপুল সহ বিভিন্ন জিনিস। আর এর পুরোটাই ঢেকে গেল ভারতীয় ক্রিকেট দলের টি২০ বিশ্বকাপ নতুন জার্সির গ্রাফিক্সে।

কোহলি, রোহিতদের নতুন জার্সিতে রঙ ছড়াল বুর্জ খালিফা
কোহলি, রোহিতদের নতুন জার্সিতে রঙ ছড়াল বুর্জ খালিফা
#দুবাই: ধরুন আপনি কোনো একটি স্থানে দাঁড়িয়ে আছেন, সেখান থেকে ৬০ মাইল দূরে অবস্থিত কোনো জিনিস কি আপনার দেখতে পাওয়ার কথা? অবশ্যই না। কিন্তু শুনে আশ্চর্য হতে হয় যে, এই ‘বুর্জ খলিফা’ ভবনটি ৬০ মাইল বা ৯৫ কিলোমিটার দূর থেকেও দেখা যায়। তাও যেনতেন ভাবে নয়, খালি চোখে একেবারে স্পষ্ট দেখা যায়। বুর্জ খলিফার’ মোট তলা কতটি তা নিয়ে রয়েছে বিভিন্ন ধরনের মত। যেমন – কোথাও আছে ‘বুর্জ খলিফা’র মোট তলা ১৬৯, আবার কোথাও ১৬৫, কোথাও বা ১৬৩।
তবে উইকিপিডিয়া থেকে জানা যায় ‘বুর্জ খলিফা’র মোট তলার সংখ্যা ১৬০টি। ঘুরেফিরে সব জায়গাতে ১৬০ থেকে ১৬৯ এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে সম্পূর্ণ বুর্জ খলিফার মোট তলার সংখ্যা ২০৬। এর মধ্যে ১৬০ তলা পর্যন্ত রয়েছে বিভিন্ন অফিস, আবাসন, মসজিদ, সুইমিংপুল সহ বিভিন্ন জিনিস। আর এর পুরোটাই ঢেকে গেল ভারতীয় ক্রিকেট দলের গ্রাফিক্সে। একটা দিনের জন্য।
advertisement
advertisement
এই বিশ্বকাপের পরেই টি ২০ ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেবেন বিরাট কোহলি। নতুন জার্সি পরে তার কাছে সুযোগ প্রথম কোনও আইসিসি প্রতিযোগিতা জেতার। ১৭ অক্টোবর থেকে শুরু টি২০ বিশ্বকাপ। যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু হবে ওই দিন থেকে। ভারত খেলতে নামবে ২৪ অক্টোবর। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ তাদের। সেই ম্যাচেই প্রথম নতুন জার্সি পরে মাঠে দেখা যাবে কোহলিদের।
advertisement
টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের নতুন জার্সি। বুধবার সেই জার্সি সামনে নিয়ে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নেটমাধ্যমে বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজাকে দেখা যায় নতুন জার্সিতে। সেই সঙ্গে আরও একটি ছবি দেখা যায়। দুবাইয়ের বুর্জ খালিফায় ভারতীয় দলের সেই জার্সি পরে কোহলিরা। ২০২০ সালের শেষের দিক থেকে ভারতীয় দল যে জার্সি পরত তার সঙ্গে মিল ছিল ১৯৯২ সালের ভারতীয় দলের জার্সির।
advertisement
এবার টি২০ বিশ্বকাপের আগে নতুন জার্সি পেল ভারত। সেই জার্সি বানানো হয়েছে সমর্থকদের কথা মাথায় রেখে। বিরাটদের নতুন জার্সি বুর্জ খালিফায় দেখে অবাক সমর্থকরা। বুর্জ খালিফা পৃথিবীর অন্যতম সেরা ল্যান্ড মার্ক। ভারতীয় ক্রিকেট বোর্ড এই মুহূর্তে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক গড়ে তুলেছে। আইপিএলের বাকি অংশ সেখানে চলছে। টি টোয়েন্টি বিশ্বকাপ, যার আসল আয়োজক ছিল ভারত, সেটাও নিয়ে আসা হয়েছে এই দেশে। ফলে বিরাট মুনাফা একদিকে যেমন বিসিসিআই রোজগার করছে, তেমনই একটা অংশ পাচ্ছে আরব আমিরশাহী বোর্ড।
বাংলা খবর/ খবর/খেলা/
Burj Khalifa Team India : বুর্জ খালিফায় গ্রাফিক্সে তুলে ধরা হল ভারতীয় দলের জার্সি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement