#লন্ডন: অবশেষে সব প্রতীক্ষার অবসান ৷ আজ, রবিবার লর্ডসে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ৷ বিশ্বকাপে এখনও পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে এই দু’দল ৷ যার মধ্যে পাঁচটি ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড ৷ ইংল্যান্ড জিতেছে তিনটি ম্যাচে ৷ বিশ্বকাপে হার-জিতের রেকর্ডের ভিত্তিতে ইংল্যান্ডের চেয়ে তাই কিছুটা হলেও এগিয়ে কিউইরা ৷
#EoinMorgan – "This is a culmination of years of hard work, dedication, a lot of planning. We're going to try and take it in."#KaneWilliamson – "You take small steps forward and work as a group, and next thing you know, you might find yourself here."#CWC19 FINAL preview pic.twitter.com/qYCMFlIlXz
— ICC (@ICC) July 14, 2019
এর পাশাপাশি ১৯৭৩ সাল থেকে ধরলে এখনও পর্যন্ত ৯০টি ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ৷ যার মধ্যে ইংল্যান্ড ৪১টি ম্যাচ এবং নিউজিল্যান্ড জিতেছে ৪৩টি ম্যাচে ৷ অমীমাংসিত ৪টি ম্যাচ ৷ এবং টাই হয়েছে দুটি ম্যাচ ৷ লর্ডসেও রেকর্ড খুব একটা ভাল নয় ইংল্যান্ডের ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধেও এই মাঠে তিনবার খেলেছে তারা ৷ যার মধ্যে দু’বারই শেষ হাসি হেসেছে ব্ল্যাক ক্যাপসরা ৷ ইংল্যান্ড জিতেছে মাত্র একটি ম্যাচে ৷ নিজেদের দেশের মাটিতে বাকি মাঠগুলির তুলনায় লর্ডসে রেকর্ড খুব একটা ভাল নয় ইংল্যান্ডের ৷ এখনও পর্যন্ত এই মাঠে ৫৪টি ম্যাচ খেলে ইংল্যান্ড জিতেছে ২৪টি ম্যাচে ৷ হার ২৭ ম্যাচে ৷ দুটি ম্যাচ টাই এবং ১টি ম্যাচে কোনও ফয়সালা হয়নি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: England vs New Zealand, ICC Cricket World Cup 2019, ICC World Cup Final