ICC World Cup 2023 Opening Ceremony: একদিন আগেই বিশ্বকাপের উদ্বোধন! মঞ্চ মাতাবেন আশা-অরিজিৎ-রণবীর-তামান্নারা, দর্শকদের জন্যও রয়েছে সুখবর
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023 Opening Ceremony held on 4 October Arijit Singh Asha Bhosle Ranveer singh Tamannaah Bhatia will perform at Narendra Modi Stadium: এবার বিশ্বকাপ শুরু আগেই মহাচমক। সাধারণত বিশ্বকাপের প্রথম ম্যাচের দিনই হয় উদ্বেধনী অনুষ্ঠান। কিন্তু এবার আর তা হচ্ছে না। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে তার ঠিক এক দিন আগে।
আহমেদাবাদ: এবার বিশ্বকাপ শুরু আগেই মহাচমক। সাধারণত বিশ্বকাপের প্রথম ম্যাচের দিনই হয় উদ্বেধনী অনুষ্ঠান। কিন্তু এবার আর তা হচ্ছে না। আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের ঢাকে কাঠি পড়বে ৫ অক্টোবর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে তার ঠিক এক দিন আগে।
৪ তারিখ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইসিসি ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বর্ণাঢ্য, জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের মাটিতে শুরু হবে ক্রিকেটের বিশ্বযুদ্ধ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওপেনিং সেরেমনিতে উপস্থিত থাকছে চাঁদের হাট। সুরেলা সন্ধ্যার পাশপাশি আয়েজন করা হয়েছে দমদার ড্যান্সিং পারফরম্যান্সের। এছাড়া থাকছে চোখ ধাঁধানো এক লেজার শো-এর ব্যবস্থা।
advertisement
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিল্পীদের তালিকা শুনেলই বোঝা যাবে যে পুরো ‘পয়সা ওসুল’ শো হতে চলেছে। ভারতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আর গ্ল্যামার থাকবে না তা আবার হয় নাকি। অনুষ্ঠানে আমেদাবাদ মাতাবেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। এছাড়া পারফর্ম করবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবনরা। এছাড়া মঞ্চ মাতাবেন রণবীর সিংয়ের পাশাপাশি মঞ্চ মাতানোর কথা বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়ারও।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ICC World Cup 2023: এ কী করলেন! কোন বোলারকে ভয় পান রোহিত শর্মা? জানিয়ে দিলেন বিশ্বকাপের আগেই
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান একদিন এগিয়ে আনার পিছনে কারণ রয়েছে। যেহেতু ৫০ ওভরের খেলা তাই দুপুর থেকে শুরু হবে ম্যাচ। ফলে তার আগে অনুষ্ঠান করার বেশি সময় পাওয়া যাবে না। আর দিনের আলোতে উদ্বোধনী অনুষ্ঠানে সেই মজা থাকে না। আর উদ্বোধন অনুষ্ঠানে দর্শকদের জন্যও রয়েছে সুখবর। প্রথম ম্যাচের টিকিট রয়েছে যাদের কাছে তারা সেই টিকিটেই দেখতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 7:16 PM IST