IND vs NZ Semi Final: বিনা খেলেই বিশ্বকাপের ফাইনালে চলে যেতে পারে টিম ইন্ডিয়া, বিদায় নেবে নিউজিল্যান্ড, জেনে নিন কীভাবে

Last Updated:

ICC World Cup 2023 India or New Zealand Semi Final: ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ঘিরে বাণিজ্য নগরী বর্তমানে ক্রিকেট জ্বরে কাবু। ওয়াংখেড়ের একটি টিকিটের জন্য হাহাকার। ভারতের জয় দেখার অপেক্ষায় ১৪০ কোটির দেশ। তবে এমন একটি সমীকরণ রয়েছে যেখানে ম্যাচ না খেলেই ফাইনালে চলে যেতে পারে ভারত।

 বিনা খেলেই বিশ্বকাপের ফাইনালে চলে যেতে পারে টিম ইন্ডিয়া (Photo Courtesy- AP)
বিনা খেলেই বিশ্বকাপের ফাইনালে চলে যেতে পারে টিম ইন্ডিয়া (Photo Courtesy- AP)
মুম্বই: টানা ৯ ম্যাচ জিতে লিগ টপার হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। এবার লড়াই নকআউটের। ফাইনালের ওঠার লড়াইয়ে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। গত বিশ্বকাপের সেমিতে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এবার ঘরের মাঠে প্রতিশোধের ম্যাচ।
ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ঘিরে বাণিজ্য নগরী বর্তমানে ক্রিকেট জ্বরে কাবু। ওয়াংখেড়ের একটি টিকিটের জন্য হাহাকার। ভারতের জয় দেখার অপেক্ষায় ১৪০ কোটির দেশ। তবে এমন একটি সমীকরণ রয়েছে যেখানে ম্যাচ না খেলেই ফাইনালে চলে যেতে পারে ভারত। আর সেমি থেকেই বিদায় নিতে হবে গত বিশ্বকাপের রানার্সআপরা।
এবার প্রশ্ন হল কীভাবে বিনা খেলেই ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে বৃষ্টি হতে হবে ওয়াংখেড়েতে। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। ওয়াংখেড়েতে যদি বৃষ্টির কারণে বুধবার ম্যাচ না হলেও বৃহস্পতিবার হবে খেলা। কিন্তু যদি ২ দিনই বৃষ্টির কারণে খেলা না হয় তখনই সরাসরি ফাইনালে পৌছে যাবে ভারত।
advertisement
advertisement
আইসিসির নিয়ম অনুযায়ী বৃষ্টির কারণে দুই দিন খেলা ভেস্তে গেলে তখন লিগ টেবিলে যে দল বেশি ভাল জায়গায় ছিল তারা চলে যাবে ফাইনালে। আর ভারত লিগ পর্বে ৯টি ম্যাচে ১০০ শতাংশ জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে সেমিতে পৌঁছেছে। সেখানে নিউজিল্যান্ড ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে সেমিতে পৌঁছেছে। সেই কারণেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে চলে যাবে ভারত।
advertisement
প্রসঙ্গত, ২০১১ সালে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। দীর্ঘ এক যুগ পর ফের একবার সেই ওয়াংখেড়ে এবার ভারতের সামনে বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি। জয় দেখার অপেক্ষায় ১৪০ কোটির দেশ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs NZ Semi Final: বিনা খেলেই বিশ্বকাপের ফাইনালে চলে যেতে পারে টিম ইন্ডিয়া, বিদায় নেবে নিউজিল্যান্ড, জেনে নিন কীভাবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement