ICC World Cup Official Anthem: এ মা, এ কী কাণ্ড বিশ্বকাপের স্পেশাল গানে বাংলা বানানটাই ভুল, রইল তোলপাড় করা ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
ICC World Cup Official Anthem: মিউজিক ভিডিওটিতে জোশ কথাটির ওপর সবচেয়ে জোর দেওয়া হয়েছে৷ কিন্তু এখানেই গণ্ডগোল৷ বাংলাতে জোশ শব্দটি জাশ লেখা দেখা যাচ্ছে৷
: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বুধবার, ২০ সেপ্টেম্বর ভারতে আসন্ন বিশ্বকাপ ২০২৩-র অফিসিয়াল থিম সং ‘দিল জশন বোলে’ রিলিজ করল। সবই ভাল কিন্তু বাঙালিদের জন্য যেন একফোঁটা চোনা ফেলে দিল৷ মিউজিক ভিডিওটিতে জোশ কথাটির ওপর সবচেয়ে জোর দেওয়া হয়েছে৷ কিন্তু এখানেই গণ্ডগোল৷ বাংলাতে জোশ শব্দটি জাশ লেখা দেখা যাচ্ছে৷
যা নিয়ে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ এদিকে এই পয়েন্টটা বাদ দিলে বাকি মিউজিক ভিডিওটি ভরপুর উত্তেজনাপূর্ণ হয়েছে৷
দেখে নিন ভিডিওটি
advertisement
ক্রিকেট ভারতে এক ধর্মের মতো৷ প্রীতমের এই মিউজিক ভিডিওটিতে বলিউড তারকা রণবীর সিং রয়েছেন৷ এছাড়াও রয়েছেন কোরিওগ্রাফার এবং যজুবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাও৷
advertisement
১২ বছর পর ভারতে ফের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে৷ আর সেই উত্তেজনার পালসে আরও ঘি ঢেলে দিচ্ছে ‘দিল জশন বোলে’৷ যাকে বলে একদম এই গানের বিটে চুটিয়ে ক্রিকেট ম্যাচের উত্তেজনা ভরে রয়েছে৷
গানটি শ্লোক লাল এবং সাভেরি ভার্মা লিখেছেন এবং নাকাশ আজিজ, শ্রীরামা চন্দ্র, অমিত মিশ্র, জোনিতা গান্ধী, আকাশা এবং চরণের র্যাপ সহ একেবারে ধামাল করবে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷
advertisement
গানটি লঞ্চ করার সময় স্টার স্পোর্টসের একটি রিলিজে আইসিসি মহাব্যবস্থাপক, বিপণন এবং যোগাযোগ, ক্লেয়ার ফারলং বলেছেন, “আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ কোটি কোটি ভক্তের সঙ্গে সর্বকালের বৃহত্তম ক্রিকেট বিশ্বকাপ হতে চলেছে। সারা বিশ্বকে একত্র করতে এটি একটি অংশ হয়ে উঠবে৷ গানটি দুর্দান্তভাবে ভারতের আবেগ এবং শক্তিকে এক সুতোয় বেঁধেছে৷ পাশাপাশি অনুরাগীদের প্যাশনও ক্যাপচার করেছে৷ যা এই ইভেন্টটিকে আরও বিশেষ করে তুলবে, এবং আমরা বিশ্বকে এটি শোনার জন্য আর অপেক্ষা করতে পারছি না৷’’
advertisement
আর ও বলা হয়েছে ‘‘এই গান বিশ্বকাপে ফ্যানদের অ্যাকশনের ভরপুর রাখবে এবং মিউজিক তাদের আগের চেয়ে খেলার কাছাকাছি আনতে সাহায্য করবে, তাই এখনই শুনুন এবং আপনার নিজস্ব হুক-স্টেপ তৈরি করুন।”
Eron Roy Burman
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 3:15 PM IST