ICCWorldCup2019:টাফ ফাইট বাংলাদেশের,তবুও হল না শেষরক্ষা,৪৮ রানে অজিদের কাছে হার

Last Updated:
#নটিংহ্যাম:
অস্ট্রেলিয়া-৩৮১
বাংলাদেশ-৩৩৩
advertisement
৪৮ রানে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত বাংলাদেশ৷ ভাল লড়াই করেও হারতে হল বাংলাদেশকে৷ বাংলাদেশের সামনে বিশাল অঙ্কের রানের টার্গেট বেঁধে দেয় অস্ট্রেলিয়া৷ তাই শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ৷ মাঠে নেমে প্রথম ৫ ওভারে সৌম্য সরকারের উইকেট পড়তে বাড়ে আরও চাপ৷ পরে যদিও টাইগাররা যথেষ্ট লড়াই চালন৷ দুরন্ত ইনিংস ছিল মুশফিকর রহিমের৷ ১০২ রানে নট আউট তিনি৷ যোগ্য সঙ্গত দিয়েছিলেন মেহমদুল্লাহ৷ তবে অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ের কাছে হার মানতে হয় বাংলাদেশের৷
advertisement
শেষ হল অস্ট্রেলিয়ার ইনিংস৷ ৩৮১ রানে ইনিংস শেষ করেন তারা৷ দুরন্ত ব্যাট করেন ওয়ার্নার৷ তিনি করেন ১৬৬ রান৷ যেভাবে সাজানো ছিল অস্ট্রেলিয়ার ইনিংস-খায়োজা করেন ৮৯ রান, ফিঞ্চ ৫৩, ম্যাক্সওয়েল ৩২, স্মিত ১রান, স্টয়নিসের রান ১৭(নট আউট) ক্যারের রান সংখ্যা ১১(নট আউট)৷ বাংলাদেশের পক্ষে ৩ উইকেট পেয়েছেন সৌম্য সরকার৷ ওয়ার্নারের উইকেটটি পান তিনি৷ অন্যদিকে মুস্তাফিজুর রহমান পান ১টি উইকেট৷
বাংলা খবর/ খবর/খেলা/
ICCWorldCup2019:টাফ ফাইট বাংলাদেশের,তবুও হল না শেষরক্ষা,৪৮ রানে অজিদের কাছে হার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement