ICCWorldCup2019:টাফ ফাইট বাংলাদেশের,তবুও হল না শেষরক্ষা,৪৮ রানে অজিদের কাছে হার
Last Updated:
#নটিংহ্যাম:
অস্ট্রেলিয়া-৩৮১
বাংলাদেশ-৩৩৩
advertisement
৪৮ রানে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত বাংলাদেশ৷ ভাল লড়াই করেও হারতে হল বাংলাদেশকে৷ বাংলাদেশের সামনে বিশাল অঙ্কের রানের টার্গেট বেঁধে দেয় অস্ট্রেলিয়া৷ তাই শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ৷ মাঠে নেমে প্রথম ৫ ওভারে সৌম্য সরকারের উইকেট পড়তে বাড়ে আরও চাপ৷ পরে যদিও টাইগাররা যথেষ্ট লড়াই চালন৷ দুরন্ত ইনিংস ছিল মুশফিকর রহিমের৷ ১০২ রানে নট আউট তিনি৷ যোগ্য সঙ্গত দিয়েছিলেন মেহমদুল্লাহ৷ তবে অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ের কাছে হার মানতে হয় বাংলাদেশের৷
advertisement
শেষ হল অস্ট্রেলিয়ার ইনিংস৷ ৩৮১ রানে ইনিংস শেষ করেন তারা৷ দুরন্ত ব্যাট করেন ওয়ার্নার৷ তিনি করেন ১৬৬ রান৷ যেভাবে সাজানো ছিল অস্ট্রেলিয়ার ইনিংস-খায়োজা করেন ৮৯ রান, ফিঞ্চ ৫৩, ম্যাক্সওয়েল ৩২, স্মিত ১রান, স্টয়নিসের রান ১৭(নট আউট) ক্যারের রান সংখ্যা ১১(নট আউট)৷ বাংলাদেশের পক্ষে ৩ উইকেট পেয়েছেন সৌম্য সরকার৷ ওয়ার্নারের উইকেটটি পান তিনি৷ অন্যদিকে মুস্তাফিজুর রহমান পান ১টি উইকেট৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2019 11:33 PM IST